পিয়ালি মিত্র: দিলীপ ঘোষের নব্য বিবাহিত স্ত্রীর ছেলের অস্বাভাবিক মৃত্যু (Dilip Ghosh Son Death)। বাড়ি থেকে উদ্ধার দেহ । ভালো নাম সৃঞ্জয় দাসগুপ্ত (Srinjay Dasgupta)। ডাক নাম প্রীতম (Pritam)। কীভাবে মৃত্যু, কেন মৃত্যু, এই নিয়ে ধোঁয়াশা। প্রাথমিকভাবে অনুমান, হয়তো আত্মঘাতী হয়েছেন রিঙ্কু মজুমদারের ছেলে (Rinku Majumdar Son)। কিন্তু কী কারণে, সেই বিষয়েও স্পষ্ট করে কিছু জানা যায়নি। সবিমিলিয়ে গোটা বিষয়ে ধোঁয়াশা। এমনটাই জানা যাচ্ছে।
পেশায় আইটি কর্মী ছিলেন রিঙ্কু মজুমদারের ছেলে সৃঞ্জয় দাসগুপ্ত। শিগগিরই বিয়ে হওয়ারও কথা ছিল প্রীতমের। তাহলে হঠাত্ কী এমন ঘটল, যে এই পরিণতি রিঙ্কু মজুমদারের ছেলের? উত্তর হাতড়াচ্ছেন সবাই। শেষ পাওয়া খবর অনুযায়ী, এই মুহূর্তে বিধাননগর হাসপাতালে রয়েছে দেহ। বিধাননগর হাসপাতালেই রয়েছে মা রিঙ্কু মজুমদার। দেহ আরজিকর নিয়ে যাওয়া হবে বলে খবর। আরজি করেই হবে ময়নাতদন্ত। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র।
মায়ের বিয়ে নিয়ে কী বলেছিলেন ছেলে প্রীতম?
১৮ এপ্রিল কর্পোরেট সেক্টরে চাকরিরতা রিঙ্কু মজুমদারের (Rinku Majumdar) সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বিবাহ বিচ্ছিন্না রিঙ্কু ঘোষের প্রথমপক্ষের ছেলে ছিলেন সৃঞ্জয় (প্রীতম) দাসগুপ্ত। যদিও মায়ের বিয়েতে দেখা যায়নি তাঁকে। তবে মায়ের বিয়ের সিদ্ধান্তে যে তিনি খুশি, সেকথাও জি ২৪ ঘণ্টাকে অকপটে জানিয়েছিলেন প্রীতম। বলেছিলেন, 'আমি খুবই খুশি। এই দিনটার জন্য খুশি। মায়ের জন্য খুশি। মায়ের সিদ্ধান্তকে আমি সমর্থন করি।' এও জানিয়েছিলেন যে, অফিসে ছুটি পাওয়ায় ঘুরতে আসার কারণেই মা রিঙ্কুর দিলীপ ঘোষের সঙ্গে বিয়েতে উপস্থিত থাকতে পারেননি তিনি। এর পিছনে অন্য কোনও জল্পনা নেই। দিলীপ ঘোষকে তাঁর খুবই পছন্দ বলেও সেদিন জানিয়েছিলেন রিঙ্কুর ছেলে।
পুত্রশোক রিঙ্কুর!
রিঙ্কু মজুমদারও ছেলের সঙ্গে সহমত হয়েই জানান, "ছেলে খুব খুশি। আমার ছেলেরও হয়তো একটা বাবার জায়গা ফাঁকা ছিল।” এদিকে বিয়ের পর ১ মাসও কাটল না, তারমধ্যেই চরম ভয়ংকর শোক পেলেন রিঙ্কু মজুমদার। পুত্রশোক দিলীপ ঘোষের নব্যবিবাহিতা স্ত্রীর! সন্তানশোকে কাতর মা রিঙ্কু!