দেখার কেউ নেই, সেজন্য বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানকে বিষ খাইয়ে আত্মঘাতী বাবা
আজকাল | ১৪ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সাত মাসের শিশুকন্যাকে বিষ খাইয়ে হত্যা করার পর আত্মঘাতী হলেন বাবা। মঙ্গলবার সকালে উত্তরবঙ্গের ময়নাগুড়ি ব্লকের শিঙ্গিমারী এলাকায় ঘটনাটি ঘটেছে।
জানা গিয়েছে, মৃত বাবা দীপক রায় (৩০) দোমোহনি এলাকার বাসিন্দা। তিনি একটি মাইক্রোফাইনান্স সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর স্ত্রী দীপা রায় রামশাই এলাকার বাসিন্দা। এই দম্পতির একটি কন্যাসন্তান হয়। কিন্তু সেই সন্তান জন্ম থেকেই বিশেষ চাহিদাসম্পন্ন। চিকিৎসা চলছিল। জন্মের চার মাস পর সন্তানকে রেখে বাপের বাড়ি এসে আত্মঘাতী হন দীপা। এলাকার বাসিন্দারা জানান, স্ত্রীর মৃত্যুর পর অসুস্থ বাবা -মা এবং কন্যাসন্তানের দেখাশোনা ঠিকঠাক করে উঠতে পারছিলেন না দীপক। যার জেরেই এই চরম সিদ্ধান্ত নেন বলে অনুমান সকলের।
জানা গিয়েছে, মঙ্গলবার সকালে মেয়ে ঘুম থেকে ওঠার পর তাকে দুধ খাইয়ে দরজা বন্ধ করে দেন দীপক। দীর্ঘক্ষণ দরজা না খোলায় সন্দেহ হওয়ায় লোকজন ঘরে ঢুকে দেখেন শিশুকন্যাটি নিথর হয়ে পড়ে রয়েছে এবং গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় দীপক ঝুলছেন। পুলিশ গিয়ে দেহ দুটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা দু'জনকেই মৃত বলে ঘোষণা করেন। দুটি দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে অনুমান, সন্তানকে বিষাক্ত কিছু খাইয়ে হত্যা করার পর দীপক আত্মঘাতী হয়েছেন। তদন্ত করছে পুলিশ।