• বাজ পড়ে পুড়ে খাক ঘর-বাড়ি, কোনওমতে প্রাণে বাঁচলেও মাথায় হাত কৃষক পরিবারের
    আজকাল | ১৪ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বাজ পড়ে বাড়ি পুড়ে ছারখার। বরাতজোরে প্রাণে বাঁচলো গোটা পরিবার। সোমবার রাত আটটা থেকে সাড়ে ন'টা পর্যন্ত টানা বৃষ্টির পাশাপাশি চলে ঘনঘন বজ্রপাত। তাতেই পূর্ব বর্ধমানের রায়নার জোৎসাধি গ্রামের বাসিন্দা মহেন্দ্র কালি মজুমদারের বাড়ি পুড়ে যায়। 

    মাটির দেওয়াল, খড়ের চালা দেওয়া ঘরটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। গুরুত্বপূর্ণ কাগজপত্রের পাশাপাশি বাড়িতে থাকা গচ্ছিত টাকাও বাজের আগুনে পুড়ে গেছে। জোৎসাধি গ্রামের নাপিতপাড়ার বাসিন্দা মহেন্দ্র কালি মজুমদারের সামান্য জমি আছে। তাতেই চাষাবাদ করে কোনওভাবে দিনগুজরান হয় তাঁর। স্ত্রী ও দুই সন্তান নিয়ে মহেন্দ্রর সংসার। 

    তিনি বলেন, গতকাল ঝড়বৃষ্টি শুরু হওয়ার খানিকক্ষণ পরেই পাল্লা দিয়ে শুরু হয় বাজ পড়া। মুহুর্মুহু বজ্রপাত হয়। এর মধ্যেই তিনি দেখেন, বাড়ির খড়ের চালে বাজ পড়ায় আগুন ধরে গেছে। মুহূর্তের মধ্যে গোটা চালে আগুন ধরে যায়। দাউদাউ করে জ্বলতে থাকে গোটা চাল।বাড়ির ভিতর থেকে স্ত্রী ও সন্তানদের বের করে  প্রতিবেশীদের ডাকতে যান তিনি। প্রবল দুর্যোগের মধ্যে প্রতিবেশীরা যখন আসেন, ততক্ষণে আগুনের লেলিহান শিখায় বাড়ির ভিতরে থাকা জিনিসপত্র সবই পুড়ে ছারখার হয়ে গেছে। 

    মাথার উপর ছাদ হারিয়ে এখন মহেন্দ্র কালি মজুমদারের পরিবার কার্যত দিশেহারা। সোমবার সন্ধেয় পূর্ব বর্ধমানের রায়না, জামালপুর, খণ্ডঘোষ সহ জেলার বিভিন্ন জায়গায় ঝড়বৃষ্টির সঙ্গে সাংঘাতিক বাজ পড়ে বলে খবর।
  • Link to this news (আজকাল)