আটক ভারতীয় জওয়ানকে ফিরিয়ে আনতে দলমত নির্বিশেষে উদ্যোগী মন্ত্রী-সাংসদ সকলেই...
আজকাল | ১৪ মে ২০২৫
মিল্টন সেন, হুগলি: "ভগবানের কাছে প্রার্থনা করব তিনি যেন তাড়াতাড়ি ছাড়া পান।" পাকিস্থানে আটক ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর জওয়ান প্রসঙ্গে মঙ্গলবার এই মন্তব্য করেছেন হুগলির সাংসদ রচনা ব্যানার্জি। পাশাপাশি উত্তরপাড়ায় এক দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সতীশ দুবে বলেছেন, “কোনও চিন্তা নেই, সার্জিক্যাল স্ট্রাইকের সময় যেমন অভিনন্দন বর্তমানকে ছাড়িয়ে আনা হয়েছিল। ঠিক তেমনই পূর্নম কুমার সাউকেও পাকিস্থান থেকে ছাড়িয়ে আনা হবে।
এদিকে উৎকণ্ঠা বাড়ছে। দিনের পর দিন কেটে যাচ্ছে। এখনও পাকিস্থানে বন্দি রিষড়ার বিএসএফ জওয়ান। ভারত-পাক সংঘর্ষ বিরতি হয়েছে। সোমবার কথা হয়েছে দুই দেশের ডিজিএমওর মধ্যে। আশার আলো দেখা দিলেও পূর্নমের বাড়ি ফেরার বিষয়ে কোনও খবর নেই পরিবারে কাছে। দুশ্চিন্তা বাড়ছে। কবে মুক্তি পাবেন পূর্নম। কবে বাড়ি ফিরবেন বিএসএফ জওয়ান? কেউ বলতে পারছেন না।
মঙ্গলবার পান্ডুয়ার গোজিনা দাসপুরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে হুগলির সাংসদ রচনা বলেছেন, "ভগবানের কাছে প্রার্থনা করব তিনি যেন তাড়াতাড়ি ছাড়া পান। ভারতবর্ষে যেন শান্তি ফিরে আসে। আমরা কেউই যুদ্ধ চাই না। আমরা চাই মানুষ ভাল থাকুক। সবাই শান্তিতে থাকুক। এই আশায় আছি তাঁকে যেন তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হয়।" ভারতের প্রত্যাঘাত প্রসঙ্গে তিনি বলেছেন, "যেটা হয়েছে সেটা ঠিক হয়েছে। এটাই করা উচিত ছিল। আগামী দিনে যা হবে, সেটাও নিশ্চয়ই ভালই হবে। পাক অধিকৃত কাশ্মীর আমাদের আসা উচিত।" পাশাপাশি এদিন তেলের দাম বৃদ্ধি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন সাংসদ। বলেছেন, এটা খুব খারাপ খবর। সাধারণ মানুষের জীবনযাত্রায় এর প্রভাব পড়বে।
এদিন বিকেলে উত্তরপাড়ায় কেন্দ্রীয় কয়লা খনি দপ্তরের প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র দুবে, জানিয়ে দিলেন "অভিনন্দন বর্তমানের মতো পূর্নমকেও ছাড়িয়ে আনা হবে। শুধু সময়ের অপেক্ষা।" এদিকে রিষড়ার বাড়িতে পথ চেয়ে অপেক্ষায় রয়েছেন পূর্নমের গোটা পরিবার।