• রবীন্দ্র কর্মশালার সমাপ্তি অনুষ্ঠানে মন্ত্রী ইন্দ্রনীল সেনের গানে মজলেন সকলেই...
    আজকাল | ১৪ মে ২০২৫
  • মিল্টন সেন, হুগলি: গান গেয়ে রবীন্দ্র কর্মশালার সমাপ্তি অনুষ্ঠান মাতিয়ে দিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। একইসঙ্গে শিক্ষার্থীদের সামনে তুলে ধরলেন তাঁর শিল্পী হয়ে ওঠার পেছনে থাকা অক্লান্ত অনুশীলন এবং দীর্ঘ অভিজ্ঞতার নানান কথা।  শনিবার শুরু হয় রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত অ্যাকাডেমির উদ্যোগে রবীন্দ্র সঙ্গীতের কর্মশালা।

     চারদিনের কর্মশালায় অংশ গ্রহণ করেছিলেন জেলার ৪০ জন নির্বাচিত শিক্ষার্থী। প্রশিক্ষক হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন দুই বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী শান্তনু রায়চৌধুরী এবং ঐতিহ্য রায়। মঙ্গলবার আয়োজিত কর্মশালার শেষ লগ্নে চন্দননগর জ্যোতিরিন্দ্র সভাগৃহে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী তথা চন্দননগরের বিধায়ক সঙ্গীত শিল্পী ইন্দ্রনীল সেন। উপস্থিত ছিলেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, চেয়ারপার্সন স্নিগ্ধা রায়, জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক প্রদীপ্ত আচার্য্য প্রমুখ। গত ১০ মে জেলার চল্লিশ জন নির্বাচিত শিক্ষার্থীকে নিয়ে শুরু হয়েছিল কর্মশালা।

     শিক্ষার্থীদের টানা চারদিন রবীন্দ্র সঙ্গীতের প্রশিক্ষণ দিয়েছেন রাজ্যের বিশিষ্ট শিল্পীরা। এই চারদিনে কর্মশালায় শিক্ষার্থীদের ভুল ত্রুটি শুধরে দিয়ে তাঁদের শিল্পী হয়ে ওঠার রাস্তা অনেকটাই মসৃণ করে দিয়েছেন উপস্থিত শিল্পীরা। প্রশিক্ষিত হয়েছেন সকল শিক্ষার্থী। কর্মশালার শেষদিনে শিক্ষার্থী এবং প্রশিক্ষকরা সকলেই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।

    এদিন আয়োজিত সমাপ্তি অনুষ্ঠানে "আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী" মন্ত্রী ইন্দ্রনীল সেনের গলায় এই গান উপস্থিত সকলের মন ছুঁয়ে যায়। এদিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিল্পী ইন্দ্রনীল সেন বলেন, আয়োজিত কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থীদের সেরা ৬ জন কলকাতায় রবীন্দ্র সদন প্রাঙ্গনে আয়োজিত রবীন্দ্র জন্মোৎসবের অনুষ্ঠান মঞ্চে গান গাওয়ার সুযোগ পাবেন। অংশ গ্রহণকারী সকলের উদ্দেশ্যে তাঁর শিল্পী জীবনের নানান অভিজ্ঞতা। সঙ্গে শিল্পী হয়ে ওঠার পেছনে থাকা দীর্ঘ অধ্যয়ন অনুশীলনের নানান কথা। শিক্ষার্থীদের মনে করিয়ে দেন সর্বদা নিজের আত্মবিশ্বাস বজায় রাখার কথা। পাশাপাশি রবীন্দ্রসঙ্গীতের নিয়মিত অধ্যয়ন এবং অনুশীলনের ওপর বিশেষ জোর দেওয়ার পরামর্শ দেন। কর্মশালার শেষে প্রত্যেক শিক্ষার্থীর হাতে শংসাপত্র এবং স্মারক তুলে দেন মন্ত্রী।
  • Link to this news (আজকাল)