অস্ত্র পাচার রোধে জাতীয় সড়কে অভিযান, উদ্ধার পিস্তল এবং গুলি ...
আজকাল | ১৪ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: জাতীয় সড়ককে ব্যবহার করে অস্ত্র পাচার। গোপন সূত্রে অভিযান চালিয়ে পাচারকারীকে ধরল পুলিশ। উদ্ধার পিস্তল ও গুলি। গ্রেপ্তার অভিযুক্ত শহিদুল হক। মঙ্গলবার আলিপুরদুয়ারের হলদিবাড়ি এলাকায় এই অভিযান চালানো হয়।
জানা গিয়েছে, এদিন শামুকতলা থানার পুলিশের তরফে এই অভিযান চালানো হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে ৩১ নম্বর জাতীয় সড়কের উপর বাইক আরোহী কোচবিহারের বাসিন্দা শহিদুলকে ধরা হয়। তল্লাশি চালিয়ে তার থেকে দুটি পিস্তল ও চার রাউন্ড কার্তুজ-সহ চারটি ম্যাগাজিন উদ্ধার হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই জিনিসগুলি কোথায় এবং কাকে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তার তদন্ত চালাচ্ছে পুলিশ।
এবিষয়ে আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার আসিম খান বলেন, গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালানো হয়। ঠিক কী উদ্দেশ্যে এগুলি নিয়ে যাওয়া হচ্ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল শামুকতলা থানা এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে একটি পেট্রোল পাম্পে গুলি চালিয়ে এক কর্মীকে জখম করে দুষ্কৃতীরা। ওই ঘটনায় অভিযান চালিয়ে তিন অভিযুক্তকে অস্ত্র-সহ গ্রেপ্তার করা হয়। মঙ্গলবারের এই ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে জাতীয় সড়ককে কি অপরাধের 'কড়িডোর' হিসেবে বেছে নিচ্ছে দুষ্কৃতীরা?