হাওড়া পুরসভার বিশেষ পদক্ষেপ, বর্ষায় জমা জল থেকে নাগরিক সুরাহায় চালু বিশেষ কন্ট্রোল রুম...
আজকাল | ১৪ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বর্ষার সময় হাওড়ার জল জমলে বা প্রাকৃতিক বিপর্যয়ের সময় স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে ফোনের মাধ্যমে সমস্যা জেনে তার সমাধান করতে লেগে যায় অনেক সময়। সেই সমস্যার দ্রুত সমাধানের জন্য হাওড়ার বিভিন্ন জায়গায় সিসিটিভির ব্যবস্থা করছে হাওড়া পুরনিগম।
যেসব জায়গায় বেশি জল জমে এবং রাস্তার ওপর গাছ ভেঙে পড়ে সেইসব জায়গায় সিসিটিভি লাগানোর ব্যবস্থা করা হয়েছে। সিসিটিভি মনিটরিংয়ের জন্য চালু করা হচ্ছে অত্যাধুনিক কন্ট্রোল রুম। সেই সিসিটিভি ফুটেজ দেখে দুর্গতদের অভিযোগ আসার আগেই তাঁদের উদ্ধারের ব্যবস্থা করা যাবে। প্রাথমিকভাবে ২০টি সিসিটিভি ক্যামেরা লাগানো হবে। পাশাপাশি হাওড়া সিটি পুলিশের কমিশনারের সঙ্গে কথা বলে তাদের সিসিটিভি ফুটে যাতে পাওয়া যায় সেই ব্যবস্থা করা হবে। এই কন্ট্রোলরুমটি ২৪ ঘণ্টা খোলা থাকবে।
এই ব্যাপারে সাংবাদিকদের পুরনিগমের মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী বলেন, "বর্ষার সময় সিসিটিভি ক্যামেরা থেকে যে ফুটেজ পাওয়া যাবে তা দেখে মানুষ অভিযোগ জানানোর আগেই হাওড়া পুরনিগমের কর্মীরা সেখানে পৌঁছে যাবেন। সিসিটিভি ক্যামেরার মনিটরিং এই কন্ট্রোল রুম থেকেই হবে। হাওড়া পুরনিগমের পক্ষ থেকে শহরের যেখানে বিপর্যয় বেশি হয় জায়গায় সিসিটিভি লাগাবে। ইতিমধ্যেই সিসিটিভি লাগানোর কাজ শুরু হয়েছে। এছাড়া হাওড়া সিটি পুলিশের কমিশনারের সঙ্গে কথা হয়েছে যাতে তাদের সিসিটিভি ফুটেজ পাওয়া যায়।" তিনি আরও বলেন, "আমরা জানি যেসব জায়গায় বেশি জল জমে সেইসব জায়গায় তথ্য জানার জন্য হাওড়া পুরনিগম সেইসব জায়গায় সিসিটিভি লাগাবে। সেই সিসিটিভির মাধ্যমে মনিটরিং করা হবে এই কন্ট্রোল রুমে। আপাতত এই মুহূর্তে ২০টি সিসিটিভি ক্যামেরা হাওড়ার চারটি বিধানসভা কেন্দ্রের প্রধান জায়গায় লাগানো হচ্ছে। আগামী দিনে সিসিটিভি ক্যামেরার সংখ্যা বাড়ানো হবে।"
তিনি জানান, মূলত যেসব জায়গায় বেশি জল জমে এবং কোনও বিপর্যয় হলে গাছ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেইসব জায়গায় সিসিটিভি বসানো হবে। সেই সিসিটিভি মনিটরিংয়ের জন্য হাওড়া পুরনিগমের তৈরি করেছে আধুনিক মানের সেন্ট্রালাইজড কন্ট্রোল রুম। যেখান থেকে মনিটর করে মানুষের ফোন আসার আগেই তাদের সাহায্যের জন্য পৌঁছে যাওয়া যায়। এটি হাওড়া পুরনিগমের প্রথম কন্ট্রোল রুম।
সুজয় জানিয়েছেন, এখনও পর্যন্ত কন্ট্রোল রুমে চারটে বড় স্ক্রিন লাগানো হয়েছে। এর পাশাপাশি মনিটর রাখা হবে। আগামী দিনে মনিটরের সংখ্যা আরও বাড়ানো হবে। এর পাশাপাশি এই কন্ট্রোল রুম থেকে দপ্তরের মনিটরিং করা যাবে। হাওড়া পুরনিগমের ভিতরে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে তার ফুটেজও পাওয়া যাবে এই কন্ট্রোল রুমে।