• বাজ পড়ে মৃত জনপ্রিয় ফুটবল প্রশিক্ষক সহ ২, আহত ১
    আজকাল | ১৪ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার বিকেলে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকায়  কালবৈশাখী ঝড় বৃষ্টির সময় বাজ পড়ে মৃত্যু হল দু'জনের। গুরুতর আহত হয়েছেন আরও একজন। তিনি বর্তমানে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে ,প্রতিদিনের মতো মঙ্গলবার বিকেলেও রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত মহম্মদপুর এলাকার বাসিন্দা সাবিরুল শেইখ  (৩৮) নামে এক ব্যক্তি এলাকার কচিকাঁচাদেরকে জোতকমল স্পোর্টিং ক্লাবের ময়দানে ফুটবল খেলার প্রশিক্ষণ দিচ্ছিলেন। এই সময়ে হটাৎই আকাশ  কালো করে ওই এলাকায় ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। প্রশিক্ষণ চলাকালীন আবহাওয়া খারাপ হয়ে যাওয়ায় সাবিরুল সমস্ত শিক্ষার্থীদেরকে মাঠ থেকে সরে যেতে বলেন এবং তিনি নিজে একটি গাছের তলায় দাঁড়িয়ে কারও সঙ্গে মোবাইল ফোনে কথা বলছিলেন।

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎই প্রচণ্ড জোরে বাজ পড়ে এবং সাবিরুল সংজ্ঞা হারান। সেই সময় মাঠে উপস্থিত কিছু লোকজন তাঁকে উদ্ধার করে  জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

    স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সাবিরুল এলাকায় ফুটবল খেলাকে জনপ্রিয় করার কাজে গত প্রায় তিন বছর ধরে নিরলস পরিশ্রম করে চলেছিলেন।  তাঁর হাত ধরে মুর্শিদাবাদের লালগোলা, রঘুনাথগঞ্জ , সুতি ,সামশেরগঞ্জ  সহ বিভিন্ন এলাকার একাধিক তরুণ ফুটবলার উঠে আসছিল এবং জেলা স্তরের টুর্নামেন্টে চোখ ধাঁধানো প্রদর্শন করছিল। এলাকায় ফুটবলপ্রেমী হিসেবে অত্যন্ত জনপ্রিয় সাবিরুলের মর্মান্তিক এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা জঙ্গিপুর মহকুমা জুড়ে। 

    অন্যদিকে অপর একটি ঘটনায় মঙ্গলবার বিকেলে ঝড় বৃষ্টির সময় রাঘুনাথগঞ্জের বাঘা এলাকায় বাজ পড়ে মৃত্যু হল মালদার এক যুবকের। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই যুবকের নাম জয়ন্ত রায় (২৬)। জানা গিয়েছে, সম্প্রতি জয়ন্ত রায় তাঁর জামাইবাবুর সঙ্গে মালদা থেকে মুর্শিদাবাদ জেলায় কানুপুর পঞ্চায়েতের অন্তর্গত বাঘার গ্রামে এসেছিলেন। সেখানে তাঁরা একটি বড় বিল পাহারা দেওয়ার কাজ করতেন। 

    মঙ্গলবার বিকেলে যখন ঝড় বৃষ্টি শুরু হয় সেই সময় জয়ন্ত এবং সমর একটি সাইকেল করে বিলের দিকে যাচ্ছিলেন। ঠিক সেই সময় ওই এলাকায় প্রচন্ড শব্দে বাজ পড়ে।  বাজ পড়ার ঘটনায় গুরুতর জখম হন জয়ন্ত এবং সমর। দু'জনকে সংজ্ঞাহীন  অবস্থায় জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জয়ন্তকে  মৃত বলে ঘোষণা করেন।  সমর রায় আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
  • Link to this news (আজকাল)