• দিলীপ-রিঙ্কুর বিয়ের তিন সপ্তাহ পর ছেলে সৃঞ্জয়ের রহস্যমৃত্যু, কারণ ঘিরে ধোঁয়াশা...
    আজকাল | ১৪ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: নবদম্পতির সংসারে আচমকা দুঃসংবাদ। বিজেপি নেতা দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারের ছেলে সৃঞ্জয় দাশগুপ্তের রহস্যমৃত্যু। আজ, বুধবার বাড়ি থেকে উদ্ধার ২৭ বছরের তরুণের নিথর দেহ। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

    পুলিশ সূত্রে খবর, আজ সাতসকালে সাপুরজি আবাসনের ই-ব্লকের ঘর থেকে সৃঞ্জয়ের নিথর দেহ উদ্ধার হয়। প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয় নিউটাউনের বেসরকারি হাসপাতালে। সেখান থেকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে, মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। দেহটি ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরেই বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ।

    গত ১৮ এপ্রিলে সাতপাকে বাঁধা পড়েন দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদার। তাঁদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না সৃঞ্জয়। তবে সূত্রের খবর, মায়ের নতুন অধ্যায়ের সূচনায় খুশি ছিলেন তিনি। সৃঞ্জয় পেশায় তথ্যপ্রযুক্তি কর্মী ছিলেন। সল্টলেকের একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করতেন।
  • Link to this news (আজকাল)