'মেরে পাস বম্ব হ্যায়', কলকাতা বিমানবন্দরে দাবি ইম্ফলের যুবকের, ছড়াল চাঞ্চল্য...
আজকাল | ১৪ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বুধবার বেলায় আচমকাই কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক। ভারত-পাকিস্তান সংঘাতের আবহে হঠাৎ বোমাতঙ্ক ঘিরে চাঞ্চল্য ছড়াল কলকাতা বিমানবন্দরের অভ্যন্তরে। এদিন এক যুবক বিমানবন্দরে এসে দাবি করেন, তাঁর কাছে বোমা রয়েছে। এরপর আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা বিমানবন্দরে।
সূত্রের খবর, ওই যুবকের নাম, রিগাল চোংথাম। তিনি ইম্ফলের বাসিন্দা। ইম্ফল থেকে কলকাতায় এসেছিলেন। কলকাতা থেকে মুম্বাইগামী বিমান ইন্ডিগো ৬ই ৫২২৭ করে মুম্বাইয়ের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। যাওয়ার আগে ল্যাডার পয়েন্ট চেকিংয়ে এসে তিনি বলেন, 'মেরে পাস বম্ব হ্যায়'।
জানা গেছে, সাড়ে ১২টা নাগাদ ১৮৬ জন যাত্রীর মধ্যে ১৭৯ জন যাত্রী ওই বিমানে উঠে গিয়েছিলেন। বোমাতঙ্কের জেরে বিমান থেকে সকল যাত্রীদের নামানো হয়। বিমানবন্দরে থাকা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড তল্লাশি চালায়। সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলেই বিমানবন্দর সূত্রে খবর।
সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, ইম্ফলের ওই বাসিন্দাকে আটক করা হয়েছ। নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরের পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করছে।