'দিলীপ ঘোষকে বাবা বলেই ডাকব,' বলেছিলেন প্রীতম, রাজনীতিতেও ঢুকছিলেন?
আজ তক | ১৪ মে ২০২৫
সদ্য বিবাহিত দিলীপ ঘোষের স্ত্রীর প্রথম পক্ষের ছেলের রহস্যমৃত্যুতে তোলপাড় রাজ্য। মঙ্গলবার সকালে বিধাননগর সেবা হাসপাতালে মৃত্যু হয় রিঙ্কু মজুমদারের ছেলে সৃঞ্জয় ওরফে প্রীতমের। তাঁর গলায় ফাঁসের দাগ রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন সৃঞ্জয়। মাত্র ২৫ দিন আগেই মায়ের সঙ্গে বিয়ে হয়েছিল BJP-র দুঁদে নেতার। দিলীপের সান্নিধ্যে আসার সুযোগ হবে বলে খুশি ছিলেন তিনি। এমনকী, ২৬ বছর বয়সী সৃঞ্জয় দিলীপ ঘোষকে 'বাবা' বলে ডাকার ইচ্ছেপ্রকাশও করেছিলেন।
সল্টলেকে বেসরকারি IT সংস্থায় কাজ করতেন সৃঞ্জয় ওরফে প্রীতম। গুড ফ্রাইডে এবং এক্সটেন্ডেড উইকএন্ডে কলকাতার বাইরে বেড়াতে যাওয়ায় গত ১৮ এপ্রিল মায়ের সঙ্গে দিলীপ ঘোষের বিয়েতে উপস্থিত থাকতে পারেননি। জানিয়েছিলেন, দিলীপ-রিঙ্কুই বলেছিলেন, প্ল্যান ক্যান্সেল না করতে।
দিলীপের সঙ্গে নিজের বন্ডিং নিয়ে সংবাদমাধ্যমে অকপট ছিলেন রিঙ্কু মজুমদারের ছেলে। প্রীতম বলেছিলেন, ‘খুবই ভালো বন্ডিং আমাদের। দীর্ঘদিন ধরেই কথাবার্তা হয়।’ মায়ের সঙ্গে বিয়ের পর সম্পর্কের সমীকরণ বদল হবে, কী বলে ডাকবেন দিলীপ ঘোষকে? প্রীতমের সাফ জবাব ছিল, ‘মায়ের সঙ্গে বিয়ে হচ্ছে, বাবা বলেই ডাকব।’
তাহলে কি দিলীপের হাত ধরে রাজনীতিতে যোগদানেরও কথা পাকা ছিল প্রীতমের? সংবাদমাধ্যমে তিনি বলছিলেন, 'সক্রিয় ভাবে রাজনীতিতে যোগ দেওয়ার পরিকল্পনা তেমন ভাবে নেই। তবে আমি সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। সামাজিক দায়বদ্ধতা রয়েছে আমারও। ওঁর থেকে এ বার নিঃস্বার্থ ভাবে সমাজসেবা শেখার সুযোগ আসবে, এটাই বড় পাওনা।'
মঙ্গলবার নিউটাউনে শাপুরজি আবাসন থেকে অচৈতন্য অবস্থায় সৃঞ্জয়কে উদ্ধার করা হয়। তাঁকে বিধাননগর সেবা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ২৬ বছর বয়সী এই IT সংস্থার কর্মী কোনও রকম মানসিক অবসাদে ভুগছিলেন কি না, সেদিকটাও খতিয়ে দেখছে পুলিশ। রিঙ্কু মজুমদারের মামা পরিতোষ শীল সংবাদমাধ্যমে জানিয়েছেন, সোমবার রাতে তাঁর সঙ্গে দেখা করার কথা ছিল প্রীতমের। কিন্তু বেশ কিছুটা সময় ফোন ধরছিলেন না তিনি। রাতে ফোন ধরে জানিয়েছিলেন, অফিস থেকে ফিরে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিলেন। তারপর সকালে ফোন করার কথা ছিল তাঁর। কিন্তু এই ঘটনায় হকচকিয়ে গিয়েছেন পরিতোষ।