• দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কুর ছেলের রহস্যমৃত্যু! আবাসন থেকে উদ্ধার হল মৃতদেহ
    বর্তমান | ১৪ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: নিউটাউনের এক অভিজাত আবাসন থেকে উদ্ধার হল বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের ছেলের মৃতদেহ। তাঁর নাম প্রীতম দাশগুপ্ত ওরফে সৃঞ্জয় (২৭)। তিনি পেশায় আইটি কর্মী ছিলেন। পুলিস সূত্রে খবর গতকাল, সোমবার নিজের ফ্ল্যাটেই বন্ধুদের সঙ্গে পার্টি করেছিলেন প্রীতম। তারপর আজ, মঙ্গলবার সকালে তাঁকে অচৈতন্য অবস্থায় ঘর থেকে উদ্ধার করা হয়। তখনই তড়িঘড়ি তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। খবর যায় প্রীতমের পরিবারের সদস্যদের কাছে।খবর পেয়ে ওই বেসরকারি হাসপাতালে যান টেকনো সিটি থানার পুলিস আধিকারিকরা। প্রীতমের পরিবারের সদস্যরাই ওই বেসরকারি হাসপাতাল থেকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যায় তাঁকে। সেখানে চিকিৎসকরা প্রীতমকে মৃত বলে ঘোষণা করেন। এরপর তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় আর জি কর হাসপাতালে। আপাতত সেখানেই রয়েছেন প্রীতমের পরিবারের সদস্যরা। বিজেপি নেত্রী তথা দিলীপ পত্নী রিঙ্কুর আগের পক্ষের ছেলে ছিলেন প্রীতম। কিন্তু কীভাবে মৃত্যু হল তাঁর? তা এখনও পর্যন্ত জানা যায়নি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
  • Link to this news (বর্তমান)