জাল পাসপোর্ট ও ভিসা তৈরিতে কোটি কোটি টাকা লেনদেন করতো পাকিস্তানের আজাদ
দৈনিক স্টেটসম্যান | ১৪ মে ২০২৫
ধৃত আজাদ মল্লিক ওরফে আহমেদ হোসেন শুধু জাল পাসপোর্ট কাণ্ডে জড়িত নয়, সেই সঙ্গে জাল ভিসা চক্রের সঙ্গেও জড়িত ছিল সে! প্রধানত যে সব দেশে ভারতীয়দের ভিসার কড়াকড়ি কম, সেই সব দেশের জাল ভিসা বানানোর কাজ করতো আজাদ। তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে আদালতে জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আর এই জাল ভিসা ও পাসপোর্ট মামলার তদন্তে বিপুল অর্থ লেনদেনের খোঁজ মিলেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তকারীদের দাবি, এই মামলায় এখনও পর্যন্ত ৫০ কোটি টাকার লেনদেনের হদিস পাওয়া গিয়েছে। তদন্ত এগোলে আরও লেনদেনের হদিশ মিলতে পারে বলে অনুমান করা হচ্ছে। আর এই আর্থিক লেনদেনের সঙ্গে আজাদের প্রত্যক্ষ যোগ রয়েছে বলেও দাবি করেছে ইডি।
প্রসঙ্গত গত এপ্রিল মাসেই কলকাতার এয়ারপোর্ট সংলগ্ন এলাকা বিরাটি থেকে আজাদকে গ্রেপ্তার করে ইডি। প্রথমে তাকে বাংলাদেশি বলে অনুমান করা হলেও পরে জানা যায়, সে পাকিস্তানের নাগরিক। তার জাল অনেকদূর বিস্তৃত ছিল। তদন্তে নেমে ইডি সেইসব নেটওয়ার্ক সম্পর্কে জানতে পেরেছে। কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা মঙ্গলবার আদালতে জানিয়েছে, দুবাই, কম্বোডিয়া, মালয়েশিয়ার মতো দেশের জন্যও জাল ভিসা বানানোর কাজ করত আজাদ। তাঁর কাছ থেকে এই সংক্রান্ত দু’টি ভোটার কার্ডও উদ্ধার করা হয়েছে। সেগুলির একটি নৈহাটি বিধানসভা ও অন্যটি রাজারহাট-গোপালপুর বিধানসভা এলাকার।