জগন্নাথধামে জনপ্লাবন, ভ্রমণপিপাসু বাঙালির ডেস্টিনেশন এখন দিঘা
দৈনিক স্টেটসম্যান | ১৪ মে ২০২৫
একসঙ্গে সমুদ্র স্নান ও তীর্থ দর্শনের জন্য বরাবরই ভ্রমণ পিপাসু বাঙালির মনে এতদিন পুরীর কথা আগে মনে আসতো। কিন্তু দুই সপ্তাহ আগে দ্বার উন্মুক্ত হওয়া পুরীর আদলে তৈরি দিঘার জগন্নাথ ধাম নিয়ে বাঙালির উৎসাহের অন্ত নেই। এবার ছুটির দিনে তাই সবাই ছুটতে চাইছেন দিঘার জগন্নাথ ধাম দর্শনে। তাহলে একসঙ্গে সমুদ্র স্নান ও তার মনোরম দৃশ্য যেমন উপভোগ করা সম্ভব হবে, তেমনি সেই সঙ্গে জগন্নাথ দর্শনও হয়ে যাবে।
সেজন্য গ্রীষ্মের প্রবল দাবদাহেও দিঘায় জগন্নাথ দর্শনে কাতারে কাতারে পর্যটকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। মন্দিরে লম্বা লাইন। গত শুক্রবার থেকে সোমবার চারদিনের টানা ছুটিতে মন্দিরে জনপ্লাবন। রেকর্ড ভিড় সমুদ্র সৈকত দিঘায়। পিছিয়ে নেই এই সার্কিটের মন্দারমণি, তাজপুরও।সেখানেও সমুদ্রের গর্জন শুনতে বহু পর্যটক হাজির হচ্ছেন। বিশেষ করে দিঘার ভিড় থেকে যাঁরা একটু নিরিবিলি জায়গা খুঁজছেন তাঁদের কাছে মন্দারমণি, তাজপুর অনেকটা উপযুক্ত বলে মনে হয়েছে।
চারদিনের টানা ছুটিতে দারুণ ব্যবসা হয়েছে বলে দাবি করছেন হোটেল ব্যবসায়ীরা। ভিড় ছিল জগন্নাথ মন্দিরেও। সকাল হতেই একদল পর্যটক হইহই করে নেমে পড়েছেন সমুদ্রস্নানে। আর অন্য দল জগন্নাথ মন্দিরের সামনে ভিড় জমিয়েছেন। সেখানে জগন্নাথ দর্শন ও পূজার জন্য লাইন দিয়েছেন। যেহেতু দুপুরের প্রখর রোদে পাথরে পা রাখা দুষ্কর হয়ে যাচ্ছে, সেজন্য তাঁরা সকাল সকাল জগন্নাথ দর্শনে হাজির হচ্ছেন। এদিকে ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছেন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা।
গত ৩০ এপ্রিল দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে পুণ্যার্থীদের ভিড় বাড়তে শুরু করে। শুরুর দিকে পর্যটকদের আগ্রহ ছিল নতুনভাবে তৈরি হওয়া মন্দির দর্শন। এখন নিত্যপুজো দেওয়ার জন্য সকাল লম্বা লাইন পড়ছে। দিঘার জগন্নাথ মন্দিরে পুজোর দায়িত্বে থাকা ইসকনের কলকাতা শাখার ভাইস-প্রেসিডেন্ট রাধারমণ দাস বলছেন, শেষ চারদিনে ৫লক্ষের বেশি পুণ্যার্থী দিঘায় জগন্নাথ দর্শন করেছেন। এখনও পর্যন্ত একটাই ভোগের দোকান থাকায় দর্শনার্থীদের সমস্যা হচ্ছে।
প্রসঙ্গত কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার পর পর্যটকদের মনে আতঙ্ক বেড়েছে। পর্যটকরা উত্তর ভারতের পাহাড়-প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার আশা ছেড়ে দিয়ে নিজের রাজ্যের পর্যটনের দিকে নজর বাড়াচ্ছেন। দার্জিলিং, সিকিম যাওয়া মানে কম করে এক সপ্তাহের পরিকল্পনা। কিন্তু ভারত-পাকিস্তান আবহে টানা বাইরে থাকাটা ঠিক মনে করছেন না তাঁরা। তাই পাহাড় থেকে সমতলের দিকে নজর দিচ্ছেন পর্যকরা। স্বল্প ছুটিতে নজর তাই দিঘা। আর সেই দিঘায় এখন শুধু সমুদ্র নয়, রয়েছে পুরীর আদলে জগন্নাথ মন্দিরও। তাই দিঘা শুধু এখন আর বেড়ানোর জায়গায় নয়, আস্ত একটা তীর্থক্ষেত্রের রূপ নিয়েছে।