• 'অভিনন্দনকে যেভাবে ছাড়িয়ে আনা হয়েছিল, সেভাবেই পূর্ণমকেও ছড়িয়ে আনবেন মোদী!'
    ২৪ ঘন্টা | ১৪ মে ২০২৫
  • বিধান সরকার: কবে মুক্তি পাবেন হুগলির বিএসএফ জওয়ান? 'সার্জিক্যাল স্ট্রাইকের পর অভিনন্দন বর্তমানকে যেভাবে ছাড়িয়ে আনা হয়েছিল, সেভাবে পূর্ণম সাউকেও ছড়িয়ে  আনা হবে', বললেন কেন্দ্রীয় কয়লা প্রতিমন্ত্রী সতীশ দুবে।

    ঘটনাটি ঠিক কী? ভারত ও পাকিস্তানে মধ্যে যখন যুদ্ধবিরতি চলছে, তখন পাক সেনার হাতে বন্দি বিএসএফ জওয়ান পূর্ণম কুমার শ। হুগলির রিষড়ার বাসিন্দা তিনি। বাড়িতে অন্তঃসত্ত্বা স্ত্রী, বৃদ্ধা বাবা-মা। যতদিন দিন যাচ্ছে, উত্‍কণ্ঠা বাড়ছে তাঁদের। স্বামীকে ছাড়িয়ে আনতে  স্ত্রী পাঠানকোট সীমান্তে গিয়েছিলেন ওই বিএসএফ জওয়ানের স্ত্রী। এরপর পাল্টা এক পাক রেঞ্জার্সকে গ্রেফতার করে বিএসএফ। কিন্তু পূর্ণম ছাড়া পাননি এখনও।

    আজ, মঙ্গলবার বিজেপির এক অনুষ্ঠানে যোগ দিতে উত্তরপাড়ায় এসেছিলেন কেন্দ্রীয় কয়লা প্রতিমন্ত্রী  সতীশ দুবে। সাংবাদিকের প্রশ্নে উত্তরে তিনি বলেন, ছাড়িয়ে আনা হবে। সার্জিক্যাল স্ট্রাইকের সময়ে অভিনন্দন বর্তমানকে ছাড়িয়ে আনা হয়েছিল। সেভাবেই পূর্ণমকে ছাড়িয়ে আনা হবে'।

    অপারেশন সিদুঁর হয়নি তখনও। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর সীমান্তে উত্তেজনা বাড়ছে। এই পরিস্থিতিতেই পঞ্জাবের ফিরোজপুর সীমান্তে পূর্ণমকে আটক করে পাক সেনা। জানা গিয়েছে, ভারত-পাক সীমান্তে একটি চাষের জমিতে টহল দিচ্ছিলেন ওই বিএসএফ জওয়ান। টহল দেওয়ার সময় ভুল করে পার করে ফেলেছিলেন আন্তর্জাতিক সীমানা। এরপর থেকে পাকসেনার সঙ্গে যোগাযোগ করে ভারতীয় সেনা দ্রুত ফ্ল্যাগ মিটিংয়ের আয়োজন করে। কিন্তু ভারতীয় সেনার সেই ফ্ল্যাগ মিটিংয়ে সাড়া দেয়নি পাকিস্তান। এরকম আগে বহুবার হলেও, এবার পহেলগাঁও হামলার পর ভারত-পাক সীমান্তে উত্তেজনা বাড়তেই পাকিস্তানও পূর্ণম কুমার সাউকে নিয়ে অনড় মনোভাব দেখায়। 

  • Link to this news (২৪ ঘন্টা)