• ১০০ টাকা ধার শোধ না করায় বন্ধুকে খুন! দেহ উদ্ধারের ৪৮ ঘণ্টার মধ্যে কিনারা পুলিশের
    প্রতিদিন | ১৪ মে ২০২৫
  • মণিরুল ইসলাম, উলুবেড়িয়া: ধার নেওয়া ১০০ টাকা কিছুতেই শোধ করছিল না যুবক। ঝগড়ার মধ্যে ওই ১০০ টাকা নিয়ে বিবাদের জেরে ওই যুবককে ‘খুন’ করেছিল পাওনাদার বন্ধু। উলুবেড়িয়ার ইটভাঁটায় যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। দেহ উদ্ধারের ৪৮ ঘণ্টার মধ্যে খুনের ঘটনার কিনারা করল শ্যামপুর থানার পুলিশ। অভিযুক্ত ওই বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম স্বপন দাস।

    রবিবার বিকেলে শ্যামপুর থানার গড়চুমুক ফাঁড়ি এলাকার বারকোলিয়ায় প্রদীপ মণ্ডল নামে এক যুবকের মৃতদেহ পাওয়া যায়। প্রায় তিন দিন ধরে ওই যুবক নিখোঁজ ছিলেন। ওই ইটভাঁটায় মাটি চাপা অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়। শ্যামপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তদন্ত শুরু করে প্রদীপের বন্ধু স্বপন দাস নামে এক যুবককে সোমবার বিকেলে গ্রেপ্তার করে পুলিশ। ধারাবাহিক জিজ্ঞাসাবাদ করতেই একসময় ভেঙে পড়ে ধৃত। খুনের কথা স্বীকার করেছে সে।

    পুলিশ জানিয়েছে, প্রদীপের থেকে ১০০ টাকা পেত স্বপন। দীর্ঘদিন হয়ে গেলেও সেই টাকা প্রদীপ ফেরত দিচ্ছিল না। এই নিয়ে মাঝেমধ্যে দুই বন্ধুর মধ্যে বিবাদও হয়েছে। জানা গিয়েছে প্রদীপ এবং স্বপন দুজনেই ইটভাটার শ্রমিক। একই এলাকায় তাদের বাড়ি। পুলিশ জানিয়েছে, দিন কয়েক আগে তারা দুজনে একসঙ্গে বসে মদ খায়। তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পথে সেই পাওনা ১০০ টাকা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া ও পরে মারামারি শুরু হয়। তখনই দুজনে পড়ে যায়। অভিযোগ, সেখানেই স্বপন প্রদীপকে গলা টিপে খুন করে। যদিও কবে ঠিক ওই খুন হয়েছে, সেই নিয়ে ধন্দে আছে পুলিশ। ওই ইটভাঁটাতেই কি মদ্যপান করা হয়েছিল? সেসব প্রশ্নের উত্তর চাইছে পুলিশ।

    মৃতদেহ উদ্ধার হয় ১১ তারিখ বিকেলে। মৃতদেহে পচন ধরেছিল। পুলিশের অনুমান, কয়েকদিন আগে খুনটা হয়েছিল। আজ মঙ্গলবার ধৃতকে উলুবেড়িয়া আদালতে তোলা হয়েছিল। বিচারক ধৃতকে ছয়দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
  • Link to this news (প্রতিদিন)