• জেলায় ছড়াচ্ছে বেআইনি আগ্নেয়াস্ত্র পাচারের জাল, এসটিএফের জালে আউশগ্রামের নতুন এজেন্ট
    প্রতিদিন | ১৪ মে ২০২৫
  • অর্ণব আইচ: ভিনরাজ্য় থেকে কলকাতা হয়ে বেআইনি অস্ত্রের জাল ছড়াচ্ছে জেলায়ও! এবার পূর্ব বর্ধমান থেকে অস্ত্রপাচারের নতুন এক এজেন্টকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের এসটিএফ। মনে করা হচ্ছে, ধৃতের সঙ্গে কলকাতা থেকে গ্রেপ্তার হওয়া অস্ত্রপাচারকারীদের যোগ রয়েছে। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে চক্রের বাকিদের খোঁজ পেতে চায় পুলিশ।

    ধৃতের নাম চাঁদ আলি শেখ। গত কয়েক বছর ধরে আউশগ্রামে থাকত সে। পেট্রল পাম্পের পাশে বাড়ি বানাচ্ছিল। নির্দিষ্ট সূত্র মারফত খবর পেয়ে, সোমবার রাতে নির্মীয়মান বাড়িতে হানা দেয় এসটিএফ। বাড়িতে তল্লাশির পর তাকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের এসটিএফ। সূত্রের খবর, অস্ত্রপাচারে জন্য জেলায়-জেলায় এজেন্ট নিয়োগ করা হচ্ছে। চাঁদ আলি শেখকে পূর্ব বর্ধমানের এজেন্ট হিসেবে নিয়োগ করা হয়েছিল বলে খবর। কোন কোন সাপ্লায়ারের কাছ থেকে অস্ত্র তার কাছে আসত, সে কাকে কাকে অস্ত্র সরবরাহ করত, সেই তথ্যগুলো জানার চেষ্টা চলছে।

    উল্লেখ্য, কিছুদিন আগে গোয়েন্দা সূত্রে খবর পেয়ে আনন্দপুর থানায় বাসন্তী হাইওয়ে এলাকায় হানা দিয়েছিল কলকাতা পুলিশের কমান্ড ফোর্স। সেখান থেকে তিনটি আগ্নেয়াস্ত্র, দুটি ম্যাগাজিন এবং ১৩ রাউন্ড কার্তুজ-সহ প্রচুর অস্ত্র উদ্ধার হয়। গ্রেপ্তার হয় আটজন। তাদের জিজ্ঞাসাবাদ করেই পূর্ব বর্ধমানের এই এজেন্টের খোঁজ মেলে।
  • Link to this news (প্রতিদিন)