২০২৫ অর্থবর্ষে রেকর্ড লাভ, নতুন উচ্চতায় গার্ডেনরিচ শিপ বিল্ডার্স
প্রতিদিন | ১৪ মে ২০২৫
অর্ণব আইচ: ২০২৫ অর্থবর্ষে রেকর্ড লাভ ও রোজগার ঘোষণা করল গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়র্স লিমিটেড। ২০২৫ সালের ৩১ মার্চ শেষ হওয়া চতুর্থ ত্রৈমাসিকের আর্থিক পাফরম্যান্সের খতিয়ান প্রকাশ করেছে সংস্থাটি। সেই খতিয়ানেই দেখা যাচ্ছে, গত বছর ওই একই সময়ের তুলনায় লাভের অঙ্কটা অনেকটাই বেশি।
২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে গার্ডেনরিচ শিপবিল্ডার্সের রোজগার বেড়েছে প্রায় ৩৯ শতাংশ। ২০২৪ সালে যেখানে সংস্থাটি ৩ হাজার ৮৯২ কোটি টাকা রোজগার করে, সেখানে ২০২৫-এ তাদের রোজগার বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৪১১ কোটি টাকা। সংস্থার মূল ব্যবসায়ীক রোজগার চলতি বছর ৫ হাজার ৭৬ কোটি টাকা। যা আগের বছরের (৩ হাজার ৫৯৩ কোটি টাকা) থেকে অনেকটা বেশি। সংস্থার অন্যান্য রোজগারও একইভাবে বেড়েছে।
২০২৫ আর্থিক বছরে সংস্থার করযুক্ত লাভ ৭০৩ কোটি টাকা। যা আগের বছর ছিল ৪৮১ কোটি। ২০২৫ আর্থিক বছরে গার্ডেনরিচ শিপবিল্ডার্সের কর দেওয়ার পর লাভ ৫২৭ কোটি টাকা। যেটা আগের বছর ছিল ৩২৭ কোটি। অর্থাৎ লাভের অঙ্কটা ৪৮ শতাংশ বেড়েছে। ২০২৫ আর্থিক বছরে সংস্থারে শেয়ারের দাম দাঁড়াচ্ছে ৪৬.০৪ টাকা। যা আগের বছর ছিল ৩১.১৯ টাকা। সংস্থার শেয়ার ডিভিডেন্ডের অঙ্কটা ১৩৮.৫ শতাংশ। শুধু চতুর্থ ত্রৈমাসিকের হিসাব বলছে, ২০২৪ সালে সংস্থার রোজগার ছিল ১ হাজার ১৬ কোটি। সেটা এবার বেড়ে হয়েছে ১ হাজার ৬৪২ কোটি। যা ৬২ শতাংশ বেড়েছে। সব কর দেওয়ার পর শেষ ত্রৈমাসিকে সংস্থার লাভ ২০২৪ সালে ছিল ১১২ কোটি টাকা। যা ২০২৫ সালে দাঁড়াল ২৪৪ কোটি টাকা। চতুর্থ ত্রৈমাসিকে শেয়ার পিছু রোজগার বেড়ে দাঁড়িয়েছে ২১.৩২ টাকা। যা আগের বছর ছিল ৯.৭৪ টাকা।
সংস্থার অনবদ্য পারফরম্যান্স নিয়ে জিআরএসই-র অবসরপ্রাপ্ত সভাপতি ও ম্যানেজিং ডিরেক্টর পি আর হরি বলছেন, “আরও একবার ভালো পারফম্যান্স করতে পরে আমরা খুশি। এ বছর আমাদের প্রোজেক্টগুলি যতটা মসৃণভাবে চলছে এবং যে পরিমাণ কাজের বরাত রয়েছে, তাতে আমরা আত্মবিশ্বাসী আগামী অর্থবর্ষে আরও ভালো পারফর্ম করতে পারব।”