• কুরুচিকর পোস্ট ঘিরে ফের উত্তপ্ত বারাসত, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আক্রান্ত পুলিশকর্মীও
    এই সময় | ১৪ মে ২০২৫
  • অপারেশন সিঁদুরের পরে সোশ্যাল মিডিয়াতে দেওয়া কুরুচিকর পোস্ট ঘিরে উত্তপ্ত হলো বারাসত। মঙ্গলবার রাতে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করার পাশাপাশি টিয়ার গ্যাসের সেল ফাটাতে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আক্রান্ত হতে হয়েছে পুলিশকেও।

    অপারেশন সিঁদুর অভিযানের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে কুরুচিকর পোস্ট করা হয়েছে বলে অভিযোগ। এলাকার বাসিন্দাদের অভিযোগ, বারাসাতের টালিখোলা এলাকার বাসিন্দা নাজিম হোসেন ও তাঁর পুত্র ফেসবুকে ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন। সোশ্যাল মিডিয়াতে দেওয়া এই পোস্টকে ঘিরেই মঙ্গলবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। এর জেরে অবরোধ করা হয় বারাসত-ব্যারাকপুর রোড।

    এর আগে, মঙ্গলবারেই সোশ্যাল মিডিয়ায় ভারত-বিরোধী পোস্ট করায় এক যুবককে গণপিটুনি দেওয়া হয় বলে অভিযোগ। এই অভিযোগ উঠেছে বারাসতের চাঁপাডালি এলাকায়। ওই পোস্ট করায় সেখানকার স্থানীয় বাসিন্দাদের একাংশ রিজুয়ান কুরেশি নামের এক যুবককে মারধর করেন বলে অভিযোগ। 

    সেই ঘটনার রেশ কাটার আগেই মঙ্গলবার রাতে উতপ্ত হয়ে ওঠে টালিখোলা এলাকা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভারতের প্রধানমন্ত্রীকে অপমান করার চেষ্টা করা হয়েছে। এই অভিযোগ করে ওই দুই জনকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তাঁরা। রাস্তা অবরোধ করে বিক্ষোভও দেখাতে শুরু করেন বাসিন্দারা।

    তাঁদের অভিযোগ, যখন কেন্দ্র অনুপ্রবেশকারী ও জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করছে তখনই এই রাজ্যে সোশ্যাল মিডিয়াতে দেশবিরোধী আচরণ এবং মন্তব্য করা হচ্ছে।

    এই নিয়ে পরিস্থিতি উত্তাল হয়ে উঠলে সামাল দিতে পৌঁছয় বারাসাত থানার বিশাল পুলিশ বাহিনী। রাস্তা অবরোধ তুলে নেওয়ার আবেদন করার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়।

    পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, প্রশাসনের তরফ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু বাসিন্দারা পুলিশকে আক্রমণ করে । আক্রান্ত হয়েছেন একাধিক পুলিকর্মী। এর পরই বাধ্য হয়ে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করতে শুরু করে। তার পরেও পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয়।

    গভীর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও ওই এলাকায় উত্তেজনা রয়েছে। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।

  • Link to this news (এই সময়)