• কিউআর কোড স্টিকার জাল করে অবৈধ টোটো চলাচল, অভিযানে শিলিগুড়ি ট্রাফিক পুলিস
    বর্তমান | ১৪ মে ২০২৫
  • সংবাদদাতা, শিলিগুড়ি:  অবৈধ নির্মাণ, টোটো নিয়ন্ত্রণে রুট বিন্যাস করে কিউআরকোড সহ স্টিকার দেওয়া হয়েছে। কিন্তু, সেই স্টিকারও নকল করে অবৈধ টোটো চলাচলের অভিযোগ উঠেছে। এবার এই অভিযোগের ভিত্তিতে জাল কিউআরকোড স্টিকার ধরতে অভিযানে নামল শিলিগুড়ি ট্রাফিক পুলিস।

    সাতমাস আগে শহরের বৈধ টোটোকে কিউআরকোড সহ স্টিকার দেওয়া হয়েছিল। তারপরও শহরে টোটোর সংখ্যা বেড়ে চলেছে। সেই সুযোগে বহু রাস্তায় অবাধে চলছে অবৈধ টোটো। পুলিসের অভিযানে কিছুদিন সব বন্ধ থাকছে। কিন্তু, সন্দেহ দানা বাঁধছে কিউআরকোড স্টিকারের টোটোর সংখ্যা নিয়ে। নির্দিষ্ট সংখ্যাক টোটোকেই এই স্টিকার দেওয়া হয়েছিল। কিন্তু শহরের রাস্তায় তার চেয়ে বেশি স্টিকার যুক্ত টোটো চলাচল দেখেই টনক নড়ে পুলিসের। ট্রাফিক পুলিসের এক আধিকারিক বলেন, জাল কিউআর কোড তৈরির অভিযোগ ওঠায় তা যাচাইয়ের জন্য অভিযানে নামা হয়েছে।  কিউআর কোড স্ক্যান করলেই টোটোর যাবতীয় তথ্য, মালিকের নাম ঠিকানা উঠে আসবে। নকল বা জাল কিউআর কোডে তা মিলবে না।

    মঙ্গলবার দুপুরে শিলিগুড়ির ভেনাস মোড় এলাকায় টোটোর কিউআর কোড যাচাইয়ে নামে পানিট্যাঙ্কি ট্রাফিকগার্ড। এই অভিযানে প্রায় ২৫টি টোটোকে থামিয়ে চালকদের জিজ্ঞাসাবাদ করা হয়। কিউআরকোড স্ক্যান করে দেখা হয় সেটি বৈধ কি না। ট্রাফিক পুলিস সূত্রে জানা গিয়েছে,এদিনের অভিযানে কোনও নকল কিউআর কোড লাগানো টোটো পাওয়া যায়নি। ট্রাফিক পুলিসের এক আধিকারিক বলেন, আমরা খবর পেয়েছি, কিছু অসাধু ব্যক্তি জাল কিউআর কোডের স্টিকার বানিয়ে অবৈধ টোটো চালাচ্ছে। সেই কারণেই এই অভিযান। এই উদ্যোগের মূল লক্ষ্য যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা ও বেআইনি টোটো বন্ধ করা। আগামী দিনে আরও কড়া নজরদারি চালানো হবে।
  • Link to this news (বর্তমান)