• হেমতাবাদ থেকে বাংলাদেশি অনুপ্রবেশ চক্রের মাস্টারমাইন্ড ধৃত
    বর্তমান | ১৪ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ ও সংবাদদাতা, কালিয়াগঞ্জ: বাংলাদেশি অনুপ্রবেশ চক্রের বড়সড় মাস্টারমাইন্ড ধৃত হেমতাবাদ থেকে। তার নাম আতাউর রহমান। সোমবার রাতে হেমতাবাদের চৈনগর এলাকা থেকে পুলিস তাকে গ্রেপ্তার করেছে। পুলিসের অনুমান, বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে এদেশে এবং দেশের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অবৈধ যাতায়াত ও সীমান্তে পাচার কাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত অভিযুক্ত। কালিয়াগঞ্জ ও হেমতাবাদের বাংলাদেশ সীমান্ত এলাকায় ও সীমান্তের ওপারের বাংলাদেশের  দালালদের সঙ্গেও তার যোগ রয়েছে। ধৃত এদেশের জাল পরিচয়পত্র বানাতেও যথেষ্ট সিদ্ধহস্ত। 

    মঙ্গলবার হেমতাবাদ থানার আইসি সুজিত লামা বলেন, কিছুদিন আগে এক বাংলাদেশি ও এক এজেন্ট গ্রেপ্তার হয়। তাদের জিজ্ঞাসাবাদ করেই অনুপ্রবেশ চক্রের অন্যতম হিসেবে আতাউরের নাম উঠে আসে। তার পরিপ্রেক্ষিতেই পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তদন্তের জন্য এদিন ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে তুলে বিচারকের নির্দেশে পাঁচ দিনের পুলিস হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। 

    গত এপ্রিলে বিপুল চন্দ্র রায় নামে এক বাংলাদেশি নাগরিক ও বাংলাদেশিকে সাহায্যকারী এক এজেন্ট মহম্মদ দুলালকে গ্রেপ্তার করে হেমতাবাদ থানার পুলিস। দুলালকে জিজ্ঞাসাবাদ করে আতাউরের ব্যাপারে বিস্তারিত তথ্য মেলে। জানা যায়, ভারতের জাল সচিত্র পরিচয়পত্র আধার কার্ড তৈরিতে পটু আতাউর। বাংলাদেশি বিপুলের জ্যেঠুকে বাবা পরিচয় দিয়ে আধার কার্ড বানিয়ে দেওয়া হয়। তারপরই আতাউরের ব্যাপারে গোপনে খোঁজখবর শুরু হয়। জানা যায় হেমতাবাদ ব্লকের চৈনগর গ্রাম পঞ্চায়েত এলাকার মহাকালডাঙ্গা এলাকায় বাড়ি আতাউরের। শেষপর্যন্ত পুলিস আতাউরকে জালে তোলে। অনুপ্রবেশ চক্রে আরও কারা জড়িত, তাদের হদিশ পেতে তদন্ত করছে পুলিস। 

    প্রসঙ্গত, উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ও হেমতাবাদ ব্লকের বিস্তীর্ণ অংশ বাংলাদেশ সীমান্তবর্তী। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে বড়সড় অনুপ্রবেশ চক্র এই এলাকায় যথেষ্ট সক্রিয়। যার জন্য গত কয়েক মাসে একের পর এক অনুপ্রবেশকারী গ্রেপ্তার হয়। কেউ সীমান্ত পেরিয়ে এদেশে অনুপ্রবেশ করতে গিয়ে, কেউ এদেশে কিছুদিন কাটিয়ে বাংলাদেশে ফেরার পথে বিএসএফ বা পুলিসের জালে ধরা পড়েছে। রবিবার রাতেও রাধিকাপুর রেল স্টেশন থেকে দু’জন বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হয়। 
  • Link to this news (বর্তমান)