• তপনের সালাস চিড়াভিজা গ্রামে পানীয় জলের তীব্র সঙ্কট, অবরোধ বাসিন্দাদের
    বর্তমান | ১৪ মে ২০২৫
  • সংবাদদাতা, তপন: তপন ব্লকের হজরতপুর গ্রাম পঞ্চায়েতের সালাস চিড়াভিজা গ্রামে পানীয় জলের তীব্র সঙ্কট ঘিরে ফুঁসে উঠলেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার প্রায় দু’ঘণ্টা ধরে তপন-গঙ্গারামপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা। আন্দোলনে অংশগ্রহণকারীদের মধ্যে অধিকাংশই ছিলেন মহিলা। 

    গ্রামবাসীদের অভিযোগ, চিড়াভিজা গ্রামে শতাধিক পরিবার বসবাস করে। কিন্তু বর্তমানে গ্রামের একটিও নলকূপ থেকেও জল উঠছে না। ফলে প্রতিদিন পানীয় জলের জন্য অন্যের বাড়ি থেকে বা চাষের জমিতে থাকা সাব-মার্সিবল পাম্প থেকে জল আনতে হয়। বিষয়টি অত্যন্ত দুর্বিষহ হয়ে উঠেছে। আরও অভিযোগ, পিএইচই থেকে গ্রামে এখনও পর্যন্ত কোনও ট্যাপকল বসানো হয়নি এবং পানীয় জলের পাইপলাইনের কাজও শুরু হয়নি। বহুবার পঞ্চায়েত ও প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও কোনও স্থায়ী সমাধান মেলেনি বলে ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা।

    গ্রামের বাসিন্দা রঞ্জিতা টোপ্পো বলেন, মানুষের বাড়ি থেকে আর কতদিন জল চেয়ে খেতে হবে! এটা কি কোনও স্থায়ী সমাধান হতে পারে? বাধ্য হয়ে ধোঁয়া মোছার কাজে অনেক সময় পুকুরের জল ব্যবহার করতে হয়। আমরা স্থায়ী পানীয় জলের ব্যবস্থা চাই। খবর পেয়ে তপন থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। পরে উপস্থিত হন ব্লক প্রশাসনের কর্তারা। তাঁদের আশ্বাসে অবরোধ তুলে নেন বাসিন্দারা। 

    তপনের বিডিও তীর্থঙ্কর ঘোষ বলেন, যতদিন না স্থায়ী সমাধান হচ্ছে, ততদিন ওই গ্রামে ট্যাঙ্কার করে প্রতিদিন পানীয় জল সরবরাহ করা হবে। পাশাপাশি গ্রামবাসীরা একটি ছোট রাস্তার দাবিও জানিয়েছেন। যা আগামী দু-তিন মাসের মধ্যেই করে দেওয়া হবে। প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করলেও গ্রামবাসীরা  জানিয়েছেন, যদি আশ্বাস অনুযায়ী দ্রুত পদক্ষেপ না করা হয়, তাহলে ফের তাঁরা আন্দোলনে নামবেন। 
  • Link to this news (বর্তমান)