নকল পিস্তল! পুলিসকেই ভয় দেখিয়ে ফুলবাড়িতে গ্রেপ্তার ৩
বর্তমান | ১৪ মে ২০২৫
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ফের নকল আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র সহ তিনজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিস। ওই দলে থাকা বাকিরা পালিয়ে যায়। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম অনিসুর রহমান, শহিদুল ইসলাম ও রণিত ভৌমিক। ধৃত প্রত্যেকের বাড়ি ফুলবাড়ি। পুলিসকে দেখে এরা নকল পিস্তল দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করেছিল। কিন্তু সফল হয়নি।
সোমবার গভীর রাতে ওই তিন দুষ্কৃতী সহ ১০-১২ জনের একটি দল ফুলবাড়ি দূরদর্শন কেন্দ্রের পাশে ফাঁকা জায়গায় বসে ডাকাতির ছক কষছিল। খবর পেয়ে সেখানে হানা দেয় পুলিস। রাস্তায় পুলিস ভ্যান আসছে দেখে তাদের দিকেও নকল পিস্তল দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করেছিল দুষ্কৃতীরা। তবে শেষরক্ষা হয়নি। ওই নকল পিস্তল ও ধারালো অস্ত্রশস্ত্র সহ তিন দুষ্কৃতীকে পাকড়াও করে পুলিস। বাকিরা অন্ধকারে এদিক-ওদিক পালিয়ে যায়।
সম্প্রতি, ফুলবাড়িতেই নকল পিস্তল সহ চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিস। তদন্তকারী অফিসারদের মতে, সাধারণ মানুষের কাছে আসল ও নকল পিস্তলের মধ্যে পার্থক্য করা খুব একটা সহজ বিষয় নয়। হাতে ধারালো অস্ত্র ও নকল পিস্তল দেখিয়ে চুরি, ডাকাতি করা সহজ হতে পারে। সেই কারণে এমন কাণ্ড ঘটানোর চেষ্টা হচ্ছে বলে দাবি পুলিসের। অনেকেই অজান্তে তাদের এই ফাঁদে পরে দামি জিনিসপত্র খোয়াতে পারেন। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পূর্ব) রাকেশ সিং বলেন, আমরা একদল দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছি। তাদের হেফাজত থেকে নকল পিস্তল পাওয়া গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।