• পাটখেতে লুকিয়ে চিতাবাঘ, হামলায় জখম পুলিস সহ ৩
    বর্তমান | ১৪ মে ২০২৫
  • সংবাদদাতা, নাগরাকাটা: মঙ্গলবার ক্রান্তি ব্লকের রাজাডাঙা গ্রাম পঞ্চায়েতের  ধলাবাড়ি লালবাড়ি গ্রামে পাটখেতের মধ্যে লুকিয়ে থাকা চিতাবাঘের হামলায়  জখম হলেন এক পুলিসকর্মী সহ তিনজন। ঘটনায় গোটা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিন সকালে গ্রামে চিতাবাঘ দেখতে পেয়ে স্থানীয়রা কাঠামবাড়ি রেঞ্জ অফিসে খবর দেন। বনকর্মীরা এসে চিতাবাঘটিকে ধরার সময় পাটখেত থেকে লাফিয়ে এসে পর পর এক পুলিসকর্মী এবং স্থানীয় দু’জনের উপর হামলা করে। পরে ঘুমপাড়ানি গুলি করে চিতাবাঘটিকে খাঁচাবন্দি করা হয়। 

    বৈকুণ্ঠপুর বনবিভাগের ডিএফও এম রাজা বলেন, আপাতত এলাকায় বনদপ্তর ও পুলিসের টহল জারি রয়েছে। জখমদের চিকিৎসার ব্যবস্থা বনদপ্তরের পক্ষ থেকে করা হয়েছে। উদ্ধার হওয়া চিতাবাঘটিকে বিকেলেই জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। 

    স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত এক সপ্তাহ ধরে ধলাবাড়ি লালবাড়ি গ্রামে একটি চিতাবাঘ ঘুরছিল। গ্রামের প্রায় ১০টি ছাগল নিয়ে গিয়েছে চিতাবাঘ। এদিন সকাল ৯টা নাগাদ চিতাবাঘটিকে একটি পাটখেতে এবং পার্শ্ববর্তী একটি ছোট চা বাগানে ঢুকতে দেখা যায়। এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ক্রান্তি থানায় এবং বনদপ্তরের কাঠামবাড়ি রেঞ্জ অফিসে খবর দেন। ক্রান্তি থানার ওসি কে টি লেপচা সহ বৈকুন্ঠপুর রেঞ্জ অফিসার নবাঙ্কুর ঘোষ, আপালচাঁদ রেঞ্জ ও খুনিয়া ওয়াইল্ড লাইফ স্কোয়াডের আধিকারিক ও কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। জায়গাটিকে ঘিরে ফেলেন তাঁরা। 

    তখন পাটখেতে চিতাবাঘটি লুকিয়ে ছিল। এমন সময় খোঁজ করতে গিয়ে পাটখেত থেকে রাবিব হুসেন চৌধুরীর উপর ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘটি। জখম হন তিনি। তাঁকে সঙ্গে সঙ্গে জলপাইগুড়ির একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। ঘটনার কিছুক্ষণ পরই ফের হামলা চালায় চিতাবাঘ। জ্যোতিষ রায় নামে আরএক যুবক ঘটনায় জখম হন। তাঁর পেটে ও হাতে থাবা বসিয়ে দেয় চিতাবাঘটি। এরপর বাঘটি হামলা চালায় এক পুলিসকর্মীর উপরও। তাঁদের দু’জনকে দক্ষিণ হাঁসখালি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়।  

    স্থানীয় বাসিন্দা সোলেমান আলি বলেন, গত সাতদিনে এই চিতাবাঘটি গ্রাম থেকে প্রায় ১০টি ছাগল শিকার করেছে। তাঁর তিনটি ছাগলও নিয়ে গিয়েছে। এদিন সকালেও ছাগল ধরতে এসেই এলাকাবাসীর নজরে পড়ে চিতাবাঘটি। বনদপ্তরের কাছে ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে। 

     চিতাবাঘের হামলার মুহূর্ত। 
  • Link to this news (বর্তমান)