তৃণমূলের গ্রাম প্রধানের বিরুদ্ধে ত্রাণের ত্রিপল চুরির অভিযোগ
বর্তমান | ১৪ মে ২০২৫
সংবাদদাতা, হলদিবাড়ি: তৃণমূলের গ্ৰাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ত্রাণের ত্রিপল চুরির অভিযোগ। এমনই অভিযোগে সরগরম হলদিবাড়ি। মঙ্গলবার বিকেলে দক্ষিণ বড় হলদিবাড়ি গ্ৰাম পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখালেন সাধারণ মানুষ। নেতৃত্ব দেন খোদ উপ প্রধান। তাঁদের সঙ্গে ছিলেন বিরোধীরাও। যদিও সব অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন প্রধনা প্রমীলা রায় বর্মন।
গত রবিবার সন্ধ্যায় কিছুক্ষণের ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় হলদিবাড়ি শহর ও দক্ষিণ বড় হলদিবাড়ি, উত্তর বড় হলদিবাড়ি, দেওয়ানগঞ্জ গ্ৰাম পঞ্চায়েতের বেশ কিছু জায়গা। ফলে গাছ ভেঙে ক্ষতিগ্রস্ত ঘর সহ বারান্দা। সোমবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বের হন মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী ও হলদিবাড়ির বিডিও রেঞ্জি লামু শেরপা। এরপর হলদিবাড়ি ব্লক প্রশাসনের তরফে গ্ৰাম পঞ্চায়েতগুলোতে ত্রিপল দেওয়া হয়। দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েত ও ৮০টি ত্রিপল দেওয়া হয়। কিন্তু তার মধ্যে ২০টা ত্রিপল গ্রাম প্রধান বাড়ি নিয়ে যান বলে অভিযোগ।
এবিষয়ে দক্ষিণ বড় হলদিবাড়ি গ্ৰাম পঞ্চায়েতের উপ প্রধান বলরাম সরকার বলেন, গত রবিবার সন্ধ্যায় ঝড় হওয়ায় বেশ কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ব্লক প্রশাসনের তরফে ত্রাণের জন্য ৮০ টি ত্রিপল দেওয়া হয়েছে। কিন্তু গ্ৰাম পঞ্চায়েতে এসে দেখি ৬০টি ত্রিপল রয়েছে। বাকি ২০টি ত্রিপল প্রধান নিজে বাড়ি নিয়ে গিয়েছেন। যাদের ঘর ক্ষতিগ্রস্ত হয়নি, তাদেরও ত্রিপল দেওয়া হয়েছে। তাই এদিন আমাদের এই বিক্ষোভ কর্মসূচি।
এবিষয়ে আরএক পঞ্চায়েত সদস্য শঙ্কর বর্মন বলেন, ঝড়ের ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য ব্লক প্রশাসনের তরফে আমাদের গ্রাম পঞ্চায়েতে ৮০টি ত্রিপল দেওয়া হয়েছে। এরপর ত্রিপলের বিষয়ে খোঁজ নিতে এসে দেখি ৬০টি ত্রিপল বিতরণ করা হয়েছে। বাকি ২০টি ত্রিপল গ্ৰাম পঞ্চায়েতের প্রধান চুরি করে বাড়ি নিয়ে গিয়েছেন।
এই অভিযোগের জবাবে দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রমীলা রায় বর্মন বলেন, আমার বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে। আমি ৮০টি ত্রিপলের মধ্যে গ্ৰাম পঞ্চায়েতে ৬০টি দিয়েছি। বাকি ২০টি ত্রিপল বাড়ি এনে ১৪টি বিতরণ করেছি। বাকি ৬টি ত্রিপল গ্ৰাম পঞ্চায়েত অফিসে জমা রেখেছি। হলদিবাড়ির বিডিও রেঞ্জি লামু শেরপা জানান, বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখছি। নিজস্ব চিত্র।