• পূর্ব মুকুলডাঙায় জল প্রকল্পে বিদ্যুৎ সংযোগ দিতে এসে বাধার মুখে দপ্তর
    বর্তমান | ১৪ মে ২০২৫
  • সংবাদদাতা, মাথাভঙা: মাথাভাঙা-২ ব্লকের বড় শৌলমারি গ্রাম পঞ্চায়েতের পূর্ব মুকুলডাঙার বন্ধ থাকা পানীয় জল প্রকল্পে বিদ্যুৎ সংযোগ দেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এদিন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এলাকায় এসে কাজ শুরু করতে গেল স্থানীয় কয়েকজন বাধা দেয়। পরে দপ্তরের আধিকারিকরা এলেও তারা কোনও কথাই শুনছিল না। একসময়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এলাকায় আসে ঘোকসাডাঙা থানার পুলিস। ঘটনাস্থল থেকে পুলিস দু’জনকে আটক করে পরিস্থিতি শান্ত করে। পরবর্তীতে পুলিসের উপস্থিতিতে কাজ শুরু হয়। পানীয় জল প্রকল্পে বিদ্যুৎ সংযোগ হওয়ায় খুশি বাসিন্দারা। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাম আমলে বড় শৌলমারি পঞ্চায়েত এলাকার পূর্ব মুকুলডাঙায় পানীয় জল প্রকল্পটি তৈরি করা হয়েছিল। গ্রাম পঞ্চায়েতই এটি দেখভাল করত। পঞ্চায়েত কর্তৃপক্ষ বিদ্যুৎ বিল না দেওয়ায় বিপুল পরিমাণ টাকা বকেয়া পড়ে যায়। ফলে ২০২২ সালে বিদ্যুৎ দপ্তর সংযোগ ছিন্ন করে দেয়। ওই সময় থেকে পরিস্রুত পানীয় জল মিলছিল না গ্রামে। 

    পরবর্তীতে সমস্যা সমাধানে এগিয়ে আসে পিএইচই। তারা বিদ্যুৎ বিল মিটিয়ে নতুন করে বিদ্যুৎ সংযোগের আবেদন করে। পানীয় জল প্রকল্পের জন্য একটি নতুন ট্রান্সফরমার বরাদ্দ করে বিদ্যুৎ দপ্তর। এদিন সেই ট্রান্সফরমার বসাতে আসেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, বাড়ির পাশ দিয়ে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তার চলে যাওয়ায় তাঁরা আতঙ্কিত। যেকোন সময়ে তার ছিঁড়ে দুর্ঘটনা ঘটতে পারে আশঙ্কা প্রকাশ করে এদিন তাঁরা কাজে বাধা দেন। 

    যদিও পিএইচই ও বিদ্যুৎ দপ্তরের দাবি, ১১ হাজার ভোল্টের তার সরকারি রাস্তার পাশ দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এতে কারও আতঙ্কিত হওয়ার কোনও বিষয় নেই। এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা গোবিন্দ বিশ্বাস বলেন, আমার জমির পাশে ট্রান্সফরমার বসানো হচ্ছে। এতে আমার আপত্তি নেই। কয়েকবছর পর আবারও আমরা পানীয় জল পাব, এটা খুশির খবর। কয়েকজন কাজে বাধা দিয়েছিল। পুলিস এসে পরিস্থিতি স্বাভাবিক করেছে। 

    পিএইচই’র মাথাভাঙা ডিভিশনের জুনিয়র ইঞ্জিনিয়ার সঞ্জীব টিগ্গা বলেন, আমরা আবেদন করার পর বিদ্যুৎ দপ্তর সংযোগ দিতে আসে। ওদের কাজে বাধা দেওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। পুলিসকেও জানানো হয়। পুলিস আসার পর কাজ শুরু হয়। নতুন ট্রান্সফরমার বসিয়ে পানীয় জল প্রকল্পে সংযোগ দেওয়ার কথা জানিয়েছে বিদ্যুৎ দপ্তর। 

    ঘোকসাডাঙা থানার ওসি কাজল দাস বলেন, সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। পূর্ব মুকুলডাঙায় পানীয় জল প্রকল্পে বিদ্যুৎ সংযোগ দেওয়ায় কাজ স্বাভাবিকভাবে চলছে। ঘটনাস্থলে আসা বিদ্যুৎ দপ্তরের এক অফিসার জানিয়েছেন, প্রথমে বাধা এলেও পরবর্তীতে কাজ শুরু করা হয়েছে। 

     নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)