• নদীয়ায় এবার আমের রেকর্ড পরিমাণ ফলন, লাভবান চাষিরা
    বর্তমান | ১৪ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: অনুকূল আবহাওয়ার জেরে নদীয়া জেলায় এবছর আমের ফলন ভালো হয়েছে। জেলার কৃষ্ণগঞ্জ, হাঁসখালি, নাকাশিপাড়া ও শান্তিপুর ব্লকের আমচাষিরা বিশেষভাবে লাভবান হয়েছেন। জেলার মোট ৬৩ হাজার হেক্টর জমিতে আমচাষ হয়েছে। কৃষিদপ্তরের প্রাথমিক অনুমান, এবছর প্রায় ৬০ হাজার মেট্রিক টন আম উৎপাদন হতে পারে বলে আশা করা হচ্ছে। এটি রেকর্ড পরিমাণ ফলন বলেই দাবি করছে উদ্যানপালন দপ্তর।  

    জেলার উদ্যানপালন দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, এবছর গাছপালা ঠিক সময়ে ফুল দিয়েছে এবং আবহাওয়ার অনুকূল পরিস্থিতির জন্য ফলনের হার ছিল অত্যন্ত ভালো। এছাড়াও চাষিরা আধুনিক কৃষিপদ্ধতি এবং সঠিক কীটনাশকের ব্যবহার করায় ফলনের গুণমানও ভালো হয়েছে।

    তবে সম্প্রতি জেলার কিছু অংশে শিলাবৃষ্টি হওয়ায় আশঙ্কা তৈরি হয়েছে। শিলাবৃষ্টির কারণে নির্দিষ্ট কিছু এলাকায় আমের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশাসন ও কৃষিদপ্তরের তরফে জানানো হয়েছে, কোথায় কোথায় শিলাবৃষ্টির ফলে আমচাষে প্রভাব পড়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

    উদ্যানপালন দপ্তরের আধিকারিক হৃষিকেশ খাঁড়া বলেন, জেলার কিছু অংশে শিলাবৃষ্টি হয়েছে ঠিকই, তবে সামগ্রিকভাবে ফলনের ওপর কতটা প্রভাব পড়েছে, তা জানতে আমরা ক্ষতিগ্রস্ত এলাকা চিহ্নিত করছি। চাষিরা ক্ষতিগ্রস্ত হলে প্রশাসন তাঁদের পাশে রয়েছে।

    হাঁসখালি এলাকার এক চাষি রামমোহন হালদার বলেন, ফুল ধরা আর গুটি পড়া খুব ভালো হয়েছিল। কিন্তু গত সপ্তাহে হঠাৎ শিলাবৃষ্টিতে কিছু গাছে ক্ষতি হয়েছে। এখন সরকারের থেকে সহযোগিতা পেলে কিছুটা সামাল দেওয়া যাবে।
  • Link to this news (বর্তমান)