• সাঁইথিয়া: ফের বোমা উদ্ধার করল পুলিস, তৃণমূল-বিজেপি চাপানউতোর
    বর্তমান | ১৪ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: ফের সাঁইথিয়া থানা এলাকায় বোমা উদ্ধার। এবার অকুড্ডিতে একটি পুকুর পাড়ে ঝোপের আড়ালে বালতি ভর্তি বোমা উদ্ধার হয়েছে। প্রশ্ন উঠেছে, বোমাগুলি কী বাইরে থেকে নিয়ে আসা হচ্ছে নাকি গ্রামেই তৈরি হচ্ছে। সেই প্রশ্নের উত্তর অবশ্য এখনও অধরা। পুলিস এই ঘটনায় জড়িতদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর চলছে। বিজেপির দাবি, বোমা মজুতের ক্ষেত্রে বালি পাচারের টাকা ব্যবহার করা হচ্ছে। যদিও তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। পাশাপাশি পুলিসের ভূমিকায় আস্থা রেখে শাসক শিবিরের দাবি, অতিদ্রুত সমস্ত ঘটনা জলের মতো স্পষ্ট হবে। পুলিস সুপার আমনদীপ বলেন, আমাদের তরফে লাগাতার অভিযান চলছে। এই ঘটনায় কে বা কারা জড়িত তা জানতে তদন্ত শুরু হয়েছে। 

    সম্প্রতি সাঁইথিয়া থানা এলাকার হাতোড়া পঞ্চায়েতের দক্ষিণ সিজারে একটি বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। একই ঘটনার পুনরাবৃত্তি হয় আকুড্ডিতে। এরপরই এলাকায় মজুত বোমা উদ্ধার করতে পুলিস অভিযান শুরু করে। প্রথম অভিযানেই সাফল্য আসে। আকুড্ডি এলাকা থেকে বালতি ভর্তি বোমা উদ্ধার করা হয়। এরপর ধাপে ধাপে হাতোড়া পঞ্চায়েতের বিভিন্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বোমা পাওয়া যায়। এদিনও বালতি ভর্তি বোমা উদ্ধার করেছে পুলিস। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই বালতিতে প্রায় ১০টি বোমা মজুত ছিল। উদ্ধারের পরই বম্ব স্কোয়াড তড়িঘড়ি বোমাগুলি নিষ্ক্রিয় করে। ঘটনায় প্রশ্ন উঠছে ওই এলাকায় এত বোমা কোথা থেকে আসছে। কেনই বা মজুত করা হচ্ছে। পুলিসি তদন্তে এখনও স্পষ্ট কোনও কারণ জানা যায়নি। এ বিষয়ে জেলা বিজেপির সহ সভাপতি দীপক দাস সরাসরি শাসক শিবিরের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন। তিনি বলেন, বোমা মজুতের ঘটনায় সরাসরিভাবে শাসকদলের যোগ রয়েছে। এলাকায় গোষ্ঠীদ্বন্দ্বের কারণে বোমা মজুত করা হচ্ছে। বালি পাচারের টাকায় বোমা তৈরি করে মজুত ও ব্যবহার করা হচ্ছে। আর এই ঘটনায় পুলিস সঠিক তদন্ত করতে না পারলে এনআইএকে তদন্তের ভার দিক। বিজেপির এই অভিযোগ প্রসঙ্গে পাল্টা সুর চড়িয়েছেন জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়। তিনি বলেন, শান্ত বীরভূমকে অশান্ত করতেই বোমা মজুত করা হচ্ছে। এই ঘটনায় শাসকদলের কেউ জড়িত নয়। তারা সমাজবিরোধী। পুলিস তৎপর রয়েছে বলেই বোমা উদ্ধার হচ্ছে। তল্লাশিও চলছে। আমাদের কাছে খবর রয়েছে বিজেপির অনেকেই অবৈধ বালি কারবারে জড়িত।
  • Link to this news (বর্তমান)