সিবিএসই-র কেমিস্ট্রিতে কম নম্বর, হতাশায় আত্মঘাতী ছাত্র?
আজকাল | ১৪ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সিবিএসই পরীক্ষায় অকৃতকার্য ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার এমনই ঘটনা ঘটেছে কোচবিহারের কোতোয়ালি থানার ম্যাগাজিন রোডে৷
পুলিশ জানিয়েছে কোচবিহারের বেসরকারি স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিল সে৷ জানা গেছে মঙ্গলবার ছিল সিবিএসই পরীক্ষার ফল প্রকাশ। এই ফল প্রকাশের পরে জানা যায় কেমিস্ট্রিতে অকৃতকার্য হয়েছিল সে৷ তিন মাস পরে ফের এবিষয়ের পরীক্ষা দেওয়ার সুযোগ থাকলেও ফলাফল জানার পরে মনমরা হয়ে পড়েছিল দ্বাদশ শ্রেণীর ছাত্রটি৷
মঙ্গলবার তার পড়ার ঘরে ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ৷ কোতোয়ালি থানার পুলিশ জানায় দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গেলে তাকে মৃত বলে জানান চিকিৎসকরা৷ পুলিশ জানিয়েছে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ পুলিশের প্রাথমিক অনুমান, ফলাফল খারাপ হওয়ার জেরে মানসিক অবসাদে এই ঘটনা ঘটতে পারে৷ বেসরকারি স্কুলের পক্ষ থেকে জানানো হয়েছে পড়াশোনায় খুব মেধাবী না হলেও এমনিতে খুব শান্ত স্বভাবের ছিল এই ছাত্র। ছাত্রের অস্বাভাবিক মৃত্যুতে শোকের ছায়া কোচবিহারে।