• জমি বিবাদের জেরে ভাইয়ের হাতে খুন দাদা, ক্যানিংয়ে উত্তেজনা, অভিযুক্তের বাড়ি ভাঙচুর...
    আজকাল | ১৪ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: জমি নিয়ে পারিবারিক বিবাদের জেরে ভাইয়ের হাতে খুন হলেন দাদা। মৃতের নাম শাজাহান সর্দার(৭৫)। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার দিঘিরপার গ্রাম পঞ্চায়েতের সর্দার পাড়ায়। এই ঘটনায় অভিযোগের আঙুল শাজাহানের ভাই আমির আলি সর্দার ও তাঁর অনুগামীদের দিকে। শাজাহানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। 

    জানা গিয়েছে, মঙ্গলবার রাতে শাহজাহানের বাড়ির সামনেই ঘটে এই ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে রাতেই ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে। এদিকে খুন করেই পালিয়ে যায় অভিযুক্তরা। তাঁদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। এই ঘটনার পর কান্নায় ভেঙে পড়েন শাজাহানের পরিবারের সদস্যরা। এলাকার মানুষজন ক্ষুব্ধ হয়ে ওঠেন। উত্তেজিত জনতা অভিযুক্ত আমির আলির বাড়ি ভাঙচুর করেন। বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি সামাল দেয়। 

    পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই জমি নিয়ে শাজাহানের সাথে আমির আলির বিবাদ ছিল। এ বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় এলাকার মাতব্বর ও পঞ্চায়েত সদস্যের উপস্থিতিতে শালিশি সভাও ছিল। সেই সভায় দু'পক্ষই গিয়েছিল। কিন্তু সমস্যার সমাধান হয়নি। সেখান থেকে বাড়ি ফিরে আসে দু'পক্ষই। কিছুক্ষন বাদে আচমকাই ধারালো অস্ত্র দিয়ে বাড়ির সামনে দাদা শাজাহানকে কুপিয়ে খুন করে আমির আলি। স্বামীকে মার খেতে দেখে ঠেকাতে গেলে আক্রান্ত হন শাজাহানের স্ত্রীও। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। ঘটনার তদন্তে নেমে ক্যানিং থানা পুলিশ ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে।
  • Link to this news (আজকাল)