• বিয়েবাড়ির আতশবাজি থেকে দাউদাউ আগুন, পুড়ে ছাই গোটা বাড়ি, হাহাকার পরিবারে...
    আজকাল | ১৪ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বিয়েবাড়ির আতশবাজি থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে পুড়ে ছাই হয়ে গেল একটি মাটির বাড়ি। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ব্লকের বাসুদেবপুর গ্রামে। প্রায় দেড়-দু'ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে  দমকলের একটি ইঞ্জিন। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে দমকল ও পুলিশ। 

    জানা গিয়েছে, দাসপুর ব্লকের বাসদেবপুর গ্রামের বাসিন্দা মনোজ রায়ের বাড়ির পাশে একটি বিয়েবাড়ির অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানের আনন্দ হঠাৎ আতঙ্কে পরিণত হল। গতকাল, মঙ্গলবার রাতে বিয়েবাড়িতে আতশবাজি ফাটানোর সময় বাজির ফুলকি এসে পড়ে মনোজ রায়ের বাড়ি চালে। তাতেই ঘটে বিপত্তি। মুহূর্তের মধ্যে দাউদাউ করে আগুন জ্বলে মাটির বাড়ির খড়ের চালে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা এবং কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। 

    ঘটনার পর স্থানীয় বাসিন্দারা বালতি, মগ নিয়ে পুকুর থেকে জল তুলে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু, তাতে কোনও প্রভাবই পড়েনি। খবর পেয়ে দ্রুত ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। পৌঁছন দাসপুর থানার পুলিশ আধিকারিকরাও। প্রায় দেড়-দু'ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু, ততক্ষণে গৃহস্থের আসবাবপত্র থেকে শুরু করে গুরুত্বপূর্ণ কাগজপত্র সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। 

    এ ব্যাপারে মনোজ রায় বলেন, বাড়ির পাশে একটি বিয়েবাড়ি ছিল। আতশবাজি ফাটানোর সময় আগুনের ফুলকি মাটির বাড়ির খড়ের চালে এসে পড়ে। তারপরেই দাউদাউ করে জ্বলে উঠে পুরো বাড়ি। বাড়িতে পাঁচজনকে নিয়ে থাকতেন তিনি। এই বাড়িটিই ছিল তাঁর একমাত্র ঠাঁই। বাড়ি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা।
  • Link to this news (আজকাল)