এত দুর্যোগ বাংলায়! টানা ছ'দিনের বৃষ্টিতে ভাসবে শহর থেকে গ্রাম, বড় অ্যালার্ট জারি...
আজকাল | ১৪ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: চরম দুর্যোগের আশঙ্কা বাংলায়। এক, দু'দিন নয়। টানা ছ'দিন দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণবঙ্গে। এর মাঝেও এক, দু'জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি এবং কয়েকটি জেলায় তীব্র গরম অনুভূত হবে। টানা ঝড়বৃষ্টির জেরে কমবে দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী তিনদিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রায় বিশেষ কোনও হেরফের হবে না। তারপরের দু'দিন তাপমাত্রা দু'-তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
বুধবার পশ্চিম মেদিনীপুরে শুধুমাত্র তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। বাকি সব জেলাতেই আর্দ্রতাজনিত চরম অস্বস্তি অনুভূত হবে। তীব্র গরমের অনুভূতি থাকবে গোটা দক্ষিণবঙ্গে। এর মাঝেও স্বস্তির বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কয়েকটি এলাকায় ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আগামিকাল, বৃহস্পতিবার থেকে টানা ছ'দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশিরভাগ জেলায় হলুদ সর্তকতা এবং কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। সব জেলাতেই ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
উত্তরবঙ্গের জেলাগুলিতে একটানা দুর্যোগপূর্ণ আবহাওয়া জারি রয়েছে। বুধবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতা।