নিয়োগ-দুর্নীতির জেরে বিপাকে পড়া শিক্ষক ও গ্রুপ সি, গ্রুপ ডি শিক্ষাকর্মীদের পাশে থাকার বার্তা দিল বিজেপি। বিধাননগরে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) দফতরের কাছে অবস্থানরত চাকরিপ্রার্থীদের একাংশ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানিয়েছিলেন।
বিরোধী দলনেতার প্রতিনিধি হিসেবে মঙ্গলবার সেখানে গিয়েছিলেন বিজেপির পুর-প্রতিনিধি সজল ঘোষ ও আইনজীবী-নেতা কৌস্তভ বাগচী। অবস্থানকারীরা বিজেপি নেতাদের কাছে তাঁদের সমস্যাগুলি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে তুলে ধরার আর্জি জানান। বিজেপি নেতারা তাঁদের আর্জি নিয়ে বিরোধী দলনেতার সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন। সেই সঙ্গে তাঁদের লড়াইয়ে পাশে থাকারও আশ্বাস দিয়েছেন।