মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আইসিএসই এবং আইএসসি-র ধারাই বজায় থাকল সিবিএসই-তেও। সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির ফলে দেশে এবং রাজ্যে পাশের হারে ছেলেদের ছাপিয়ে গিয়েছেন মেয়েরাই। মঙ্গলবার ফল প্রকাশিত হয়েছে।
পশ্চিমবঙ্গের সিবিএসই স্কুলগুলি থেকে দশম শ্রেণির পরীক্ষা দিয়েছিল ৪১,৭১১ জন। পাশ করেছে ৩৯,৫৩৯ জন। পাশের হার ৯৪.৯৩ শতাংশ। ছাত্র পাশের হার ৯৩.৯৯ শতাংশ। ছাত্রী পাশের হার ৯৬.১৯ শতাংশ। পাশের হার সব থেকে বেশি তামিলনাড়ু এবং কেরলে। দু’টি রাজ্যেই পাশের হার ৯৯.৮৬ শতাংশ।
এ বার সিবিএসইতে সর্বভারতীয় ক্ষেত্রে দশম শ্রেণির পরীক্ষায় বসেছিল ২৩,৭১,৯৩৯ জন। পাশ করেছে ২২,২১,৬৩৬ জন। পাশের হার ৯৩.৬৬ শতাংশ। গত বছর সিবিএসইতে দশম শ্রেণির পাশের হার ছিল ৯৩.৬০ শতাংশ। এ বার ছাত্র পাশ করেছে ৯২.৬৩ শতাংশ। ছাত্রী পাশ করেছে ৯৫ শতাংশ। রূপান্তরকামীদের পাশের হার ৯৫ শতাংশ। সর্বভারতীয় ক্ষেত্রে ৯০ শতাংশের উপরে নম্বর পেয়েছে ৮.৪৩ শতাংশ। ৯৫ শতাংশের উপরে নম্বর পেয়েছে ১.৯২ শতাংশ।
অন্য দিকে, সিবিএসই দ্বাদশে পশ্চিমবঙ্গের স্কুলগুলি থেকে ৪৪,৬৩১ জন পরীক্ষা দিয়েছিলেন । পাশ করেছেন ৩৯,৭৯২ জন। পাশের হার ৮৯.১৬ শতাংশ। ছাত্র পাশের হার ৮৬.৩৩ শতাংশ। ছাত্রী পাশের হার ৯২.৭২ শতাংশ। গোটা দেশের নিরিখে লাক্ষাদ্বীপ থেকে ১০০ শতাংশ পরীক্ষার্থীই পাশ করেছেন। তবে সেখানে মাত্র ১৯ জন পরীক্ষা দিয়েছিলেন। এর পরেই আছে তেলেঙ্গানা। পাশের হার ৯৯.৭৩ শতাংশ।
সর্বভারতীয় ক্ষেত্রে এ বার সিবিএসই-তে দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বসেছিলেন ১৬,৯২,৭৯৪ জন। পাশ করেছেন ১৪,৯৬,৩০৭ জন। পাশের হার ৮৮.৩৯ শতাংশ। গত বছর পাশের হার ছিল ৮৭.৯৮ শতাংশ। এ বার ছাত্রদের পাশের হার ৮৫.৭০ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৯১.৬৪ শতাংশ। রূপান্তরকামীদের মধ্যে ১০০ শতাংশই পাশ করেছেন।
এ বার সর্বভারতীয় ক্ষেত্রে দ্বাদশে ৯০ শতাংশের উপরে নম্বর পেয়েছেন ৬.৫৯ শতাংশ। ৯৫ শতাংশের উপরে নম্বর পেয়েছে ১.৪৭ শতাংশ।
সিবিএসই দশম বা দ্বাদশের কোনও মেধা তালিকা দেওয়া হয় না। তবে বিভিন্ন স্কুল থেকে খবর নিয়ে জানা গিয়েছে রাজ্যের মধ্যে দশমে খুব ভাল ফল করেছে দ্য নিউটাউন স্কুলের সিদ্ধান্ত পাল। সে পেয়েছে ৯৯.৮ শতাংশ। ডিপিএস রুবি পার্ক থেকে ঐনেষ বন্দ্যোপাধ্যায় পেয়েছে ৯৯.৬ শতাংশ। বিডিএম ইন্টারন্যাশনাল থেকে দশমে ঋতজিৎ অধিকারী ৯৯.৪ শতাংশ নম্বর পেয়েছে। অন্য দিকে দ্বাদশে সল্টলেকের ভবনস গঙ্গাবক্স কানোরিয়া বিদ্যামন্দিরের অপরাজিতা সাহা কলা বিভাগে ৯৯.৪ শতাংশ নম্বর পেয়েছেন। দ্য নিউটাউন স্কুলের দশম শ্রেণির এঞ্জেল আগরওয়াল ৯৯.৬ শতাংশ। হাওড়ার ডোমজুরের ডিপিএস হাওড়া দ্বাদশ শ্রেণির ঋষিকা ত্রিবেদী ৯৯.২ শতাংশ পেয়েছে।
যে হেতু মেধা তালিকা প্রকাশ করা হয়নি, সব থেকে বেশি নম্বর কার তা অবশ্য নিশ্চিত বলা যাচ্ছে না।