• ‘ভারতবিরোধী পোস্ট’-এ উত্তেজনা, বারাসতে পুলিশ-জনতার সংঘর্ষে জখম একাধিক, গ্রেফতার কয়েক জন
    আনন্দবাজার | ১৪ মে ২০২৫
  • ভারত-পাকিস্তানের সংঘাতের আবহে সমাজমাধ্যমে বিতর্কিত পোস্ট করা নিয়ে রাজ্যে বেশ কয়েক জনকে গ্রেফতার করেছে পুলিশ। সমাজমাধ্যমে ভারতবিরোধী পোস্টের অভিযোগে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হল উত্তর ২৪ পরগনার বারাসতের আরিফবাড়িতে। পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষে জখম হলেন বেশ কয়েক জন। ঝরল রক্ত। আহতদের মধ্যে রয়েছেন পুলিশকর্মীও। মঙ্গলবার রাতের ওই ঘটনায় বেশ কয়েক জনকে গ্রেফতার করেছে পুলিশ। জড়িতদের খোঁজ চলছে এখনও।

    স্থানীয় সূত্রে খবর, বারাসতের টালিখোলার এক বাসিন্দা সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট করেন। স্থানীয়দের অভিযোগ, ওই পোস্টটি ভারতবিরোধী। পাকিস্তান এবং জঙ্গি কার্যকলাপকে পরোক্ষে সমর্থন করেছেন ওই ব্যক্তি। প্রতিবাদে মঙ্গলবার রাতে বারাসতে ব্যারাকপুরে রোডে বিক্ষোভ দেখান কয়েক জন। যানজট হয় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। বিক্ষোভকারীদের সরে যেতে অনুরোধ করা হয়। কিন্তু পুলিশের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় জনতার। কিছু ক্ষণের মধ্যে শুরু হয় অশান্তি। পুলিশের দাবি, বিনা প্ররোচনায় একদল লোক পুলিশকর্মীদের উপর ইটবৃষ্টি শুরু করেন। পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয় তাদের। ইটের ঘায়ে এক পুলিশকর্মী গুরুতর জখম হন বলে খবর। শেষমেশ কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে গিয়ে দফায় দফায় সংঘর্ষ হয়। উঠছে বোমাবাজির অভিযোগও।

    বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ঘটনায় কড়া পদক্ষেপ করা হয়েছে। বেশ কয়েক জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বারাসতের এসডিপিও জানান, ইতিমধ্যে বেশ কয়েক জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি যে ব্যক্তির সমাজমাধ্যমে পোস্ট ঘিরে এই বিতর্ক এবং অশান্তি, তাঁর বিরুদ্ধেও মামলা রুজু করা হয়েছে।

    উল্লেখ্য, এর আগেও বিতর্কিত পোস্ট করায় বারাসতে এক ব্যক্তি গ্রেফতার হয়েছেন। এ ছাড়াও বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদে বেশ কয়েক জনের বিরুদ্ধে পদক্ষেপ করেছে পুলিশ। তাঁদের সকলের বিরুদ্ধেই একই অভিযোগ— সমাজমাধ্যমে ভারতবিরোধী অবস্থান নেওয়া।
  • Link to this news (আনন্দবাজার)