• পুলিশই ডাকাত! এন্টালিতে আড়াই কোটি টাকা লুটের ঘটনায় গ্রেফতার কলকাতা পুলিশের এক কনস্টেবল
    আনন্দবাজার | ১৪ মে ২০২৫
  • এন্টালিতে আড়াই কোটি টাকা লুটের ঘটনায় মিন্টু সরকার নামে কলকাতা পুলিশের এক কনস্টেবলকে গ্রেফতার করল কলকাতা পুলিশ! পুলিশ সূত্রে জানা গিয়েছে, মিন্টু কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের কনস্টেবল ছিলেন। মঙ্গলবার রাতে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তাঁকে গ্রেফতার করে।

    গত ৫ মে এন্টালিতে একটি বৈদেশিক মুদ্রা বিনিময় সংস্থার দফতর থেকে টাকা নিয়ে ট্যাক্সিতে উঠেছিলেন দুই ব্যক্তি। সেই ট্যাক্সি থেকে ২কোটি ৬৬ লক্ষ টাকা লুট হয়ে যায়। ওই ঘটনায় এর আগে ছ’জনকে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃতেরা হলেন সঞ্জীব দাস ওরফে পচা, মহম্মদ সরফরাজ ওরফে সোনু, ঋজু হাজরা, শাহরুখ শেখ, আলমগির খান এবং আমিরউদ্দীন ওরফে গুজ্জর। এন্টালি, সুভাষগ্রাম, মথুরাপুর-সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে একে একে তাঁদের গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে ঋজু সংশ্লিষ্ট সংস্থারই কর্মী ছিলেন। ট্যাক্সি থেকে লুট হওয়া টাকার মধ্যে এখনও পর্যন্ত ৭১লক্ষ ১৯ হাজার টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। সেই আবহেই এ বার সপ্তম অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মিন্টু দক্ষিণ দিনাজপুরের জয়পুর থানার বাসিন্দা। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়েছে। তবে ঘটনায় তাঁর ঠিক কী ভূমিকা ছিল, তা এখনও স্পষ্ট নয়। ওই কনস্টেবল খবর দেওয়ার কাজ করেছিলেন, নাকি ঘটনায় তাঁরও সক্রিয় ভূমিকা ছিল, সে সবই খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
  • Link to this news (আনন্দবাজার)