গঙ্গাসাগর সেতুর জন্য ভূমিদান, ভূমিদাতাদের ক্ষতিপূরণ রাজ্য সরকারের ...
আজকাল | ১৪ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এক যুগান্তকারী সিদ্ধান্ত। মুড়িগঙ্গা নদীর উপর গঙ্গাসাগর সেতু নির্মাণ করার উদ্দেশ্যে মঙ্গলবার কাকদ্বীপ বিধানসভার কিছু ভূমিদাতাদের হাতে চেক তুলে দেওয়া হল রাজ্য সরকারের পক্ষ থেকে।
গতকাল কাকদ্বীপ বিধানসভার বিধায়ক মন্টুরাম পাখিরা যাঁরা সেতুর জন্য ভূমিদান করেছেন, সেই ভূমিদাতাদের হাতে চেক তুলে দেন। জানা যায়, আগামী চার বছরের মধ্যে সম্পূর্ণ হবে গঙ্গাসাগর সেতু। সেতু নির্মাণে রাজ্যকে প্রায় ১২.৯৭ একর জমি কিনতে হয়েছে। তার মধ্যে কাকদ্বীপ অংশে ৭.৯৫ একর জমি কিনতে হয়েছে এবং কচুবেড়িয়া অংশে ৫.০১ একর জমি ক্রয় করতে হয়েছে রাজ্য সরকারকে।
গঙ্গাসাগর সেতুর জন্য পুরোপুরিভাবে উদ্যোগ নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেইমতো কাকদ্বীপ লট নম্বর ৮ থেকে এই সেতুর কাজ শুরু হয়েছে। কাকদ্বীপ অংশে যে সকল ভূমিদাতারা গঙ্গাসাগর সেতুর জন্য ভূমিদান করেছেন, তাঁদের হাতে চেক তুলে দিলেন প্রাক্তন সুন্দরবন উন্নয়নমন্ত্রী তথা কাকদ্বীপ বিধানসভার বিধায়ক মন্টুরাম পাখিরা।
গঙ্গাসাগর সেতুটির ওপর খরচ হবে প্রায় দেড় হাজার কোটি টাকা। কাকদ্বীপের বিডিও ঋক গোস্বামী জানান, মুড়িগঙ্গার অপরপারে কাকদ্বীপে লট নম্বর ৮-এর দিকে এদিনই প্রথম দফায় আটজনের জমি অধিগ্রহণ করা হয়। আটজন জমিদাতাকে ৪০ লক্ষ টাকার ড্রাফট প্রদান করা হয়। এটা কাকদ্বীপের লট নম্বর ৮-এর দিকে। লট নম্বর ৮-এর দিকে মোট ১৩৯ জন জমির মালিকের জমি অধিগ্রহণ করার কথা রয়েছে।