দিঘার কাছে একরাতেই একাধিক এটিএমে চলল লুঠপাট, দুষ্কৃতীদের খোঁজে চলছে তল্লাশি ...
আজকাল | ১৪ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: দিঘার কাছে রামনগর এলাকায় পরপর দু'টি এটিএম লুঠপাটের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সিসিটিভি ফুটেজ থেকে চাঞ্চল্যকর ভিডিও এল পুলিশের হাতে।
পূর্ব মেদিনীপুরের রামনগর থানার অন্তর্গত বালিসাই বাজার ও দেউলি হাটে এক রাতে দু’টি স্টেট ব্যাঙ্কের এটিএম গ্যাস কাটার দিয়ে কেটে মোটা অঙ্কের টাকা লুঠ করল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে। সিসিটিভিতে দেখা গেছে, একটি স্করপিও গাড়িতে করে তিন দুষ্কৃতী বালিসাই বাজারে আসে। সাদা পোশাক পরা দুষ্কৃতীরা প্রথমে এটিএম-এর সিসি ক্যামেরায় রং লাগিয়ে দেয়, তারপর গ্যাস কাটার দিয়ে এটিএম কেটে টাকা নিয়ে পালায়। একই রাতে দেউলি হাটেও একই কায়দায় আরেকটি এটিএম লুঠ করা হয়।
দু'টি এটিএম থেকে ঠিক কত টাকা লুঠ হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। রামনগর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, এটিএম পরিচালনকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করে টাকা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।প্রসঙ্গত, কয়েক মাস আগেও রামনগরে একই ধরনের লুঠ হয়েছিল। যেখানে দুই অভিযুক্তকে বারাসাত থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সিসিটিভি ফুটেজ ও পূর্ববর্তী ঘটনার সূত্র ধরে তদন্ত শুরু করেছে।