• হবে শারীরিক পরীক্ষা, করা হবে জিজ্ঞাসাবাদ, এখনই বাড়ি ফিরবেন না পূর্ণম...
    আজকাল | ১৪ মে ২০২৫
  • বিভাস ভট্টাচার্য: ছাড়া পেলেও এখনই বাড়ি ফিরতে পারবেন না পাকিস্তানের কবল থেকে মুক্তি পাওয়া বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। শারীরিক পরীক্ষার পর তাঁকে জিজ্ঞাসাবাদ করবে দেশের নিরাপত্তা সংস্থাগুলি। সব কিছু মিটে যাওয়ার পর তাঁর বাড়ি ফিরতে আরও কয়েকদিন লেগে যাবে। 

    এবিষয়ে প্রাক্তন মেজর জেনারেল অরুণ রায় বলেন, 'সবার আগে হবে পূর্ণমের শারীরিক পরীক্ষা। সেটাতে কিছুটা সময় লাগবে। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদের করা হবে। সেটা বিএসএফ বা সেনার তরফেও হতে পারে। পুলিশও করতে পারে।'

    জিজ্ঞাসাবাদে কী কী বিষয় উঠে আসতে পারে সেবিষয়ে প্রাক্তন মেজর জেনারেল বলেন, 'পূর্ণমকে জিজ্ঞাসা করা হবে পাকিস্তানে তাঁর সঙ্গে কীরকম ব্যবহার করা হয়েছিল। তাঁকে কী জিজ্ঞাসা করা হয়েছিল এবং তিনি উত্তরে কী বলেছেন?' 

    তবে শারীরিক পরীক্ষাতেই অনেকটা সময় লাগবে বলে জানিয়েছেন প্রাক্তন সেনাকর্তা। যদিও বিষয়টি সংশ্লিষ্ট চিকিৎসকদের উপরেই নির্ভর করছে বলে বলেন তিনি।  জানা গিয়েছে, এক্ষেত্রে পুঙ্খানুপুঙ্খভাবে শারীরিক পরীক্ষা করা হয়। প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল পাঞ্জাবের পাঠানকোটে পিরোজপুরে কর্মরত পূর্ণম কুমার সাউ ভুল করে পাকিস্তানের সীমানায় মধ্যে ঢুকে পড়েন। তাঁকে বন্দি করে পাকিস্তান। এরপর ভারত সরকারের তরফে তাঁর মুক্তির দাবিতে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করা হয়। এর পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ ব্যানার্জি নিজে বিএসএফের ডিজির সঙ্গে পূর্ণমের মুক্তির বিষয়ে কথা বলেন। 

    ইতিমধ্যেই পহেলগাঁওতে পাক মদতপুষ্ট জঙ্গিদের গুলিতে পর্যটক নিহত হওয়ার পর জঙ্গিদের বিরুদ্ধে 'অপারেশন সিঁদুর' শুরু করে ভারত। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে আটক বিএসএফ জওয়ানের পরিবার আরও বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। বুধবার পূর্ণমের মুক্তির খবর পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তাঁরা।
  • Link to this news (আজকাল)