• দমদমে ঢোকার মুখে লাইনচ্যুত ডাউন বনগাঁ লোকাল, আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে...
    আজকাল | ১৪ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ দমদমে লাইনচ্যুত ডাউন বনগাঁ লোকাল। জানা গেছে, বুধবার দমদমে ঢোকার মুখে লাইনচ্যুত হয় একটি ডাউন বনগাঁ লোকাল। ট্রেনটি দমদমে চার নম্বর প্ল্যাটফর্মে ঢোকার সময় ঘটে বিপত্তি।

    রেল সূত্রে জানা গেছে, ট্রেনটির পিছনের দিকের কামরার দু’টি চাকা লাইন থেকে নেমে যায়। ট্রেনটি বনগাঁ থেকে ছেড়েছিল সকাল ১০টা ২৮ মিনিটে। ঘটনাটি ঘটে বেলা প্রায় ১২টা নাগাদ। ট্রেন থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে। পরিষেবা স্বাভাাবিক হবে সময় লাগবে বলে জানা গেছে।

    রেল সূত্রে খবর, সাড়ে ১২টা থেকে চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে দমদম ক‍্যান্টনমেন্টে দাঁড়িয়ে রয়েছে ডাউন হাসনাবাদ লোকাল। ডাউন গোবরডাঙা লোকাল বিরাটিতে এবং পরের বনগাঁ লোকাল মধ্যমগ্রামে দাঁড়িয়ে রয়েছে। দমদমের পাঁচ বা দু’নম্বর প্ল‍্যাটফর্ম দিয়ে ট্রেন চলাচল করাতে সময় লাগবে। ফলে ডাউন লাইনে পরিষেবা আপাত ব্যাহত রয়েছে। এর প্রভাব পড়েছে আপ লাইনেও।

    এই ঘটনায় আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। বিকট আওয়াজ করে থেমে যায় ট্রেনটি। অনেকেই ট্রেন থেকে লাফিয়ে নামেন। তবে সকলেই সুরক্ষিত রয়েছেন। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছেন রেলের আধিকারিকরা।

     
  • Link to this news (আজকাল)