আজকাল ওযেবডেস্ক: বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল উত্তর ২৪ পরগনার হাবড়া থানার ভিসেরা রিপোর্ট রুম। দমকল কর্মীরা তড়িঘড়ি আগুন নিয়ন্ত্রণ করতে না পারলে থানার আরও তিনটি অফিস পুড়ে ছাই হয়ে যেত। বুধবার দুপুরে এই ঘটনা ঘটেছে।
পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে হাবড়া থানার পুরনো ভবনে আচমকা আগুন লেগে যায়। মুহূর্তে সেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। দাউ দাউ করে জ্বলতে থাকে থানার পুরনো ব্যারাক ও ভিসেরা অফিস রুম। পাশেই রয়েছে হাবড়ার সার্কেল ইন্সপেক্টর ও ট্রাফিক গার্ডের অফিস। রয়েছে ডিআইবি অফিসও। আগুনের ভয়াবহতা দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণ করেন।
হাবড়া দমকল কেন্দ্রের আধিকারিক প্রদীপ দাস বলেন, 'আগুনের খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে আসি। থানার মালখানা ও ভিসেরা রুমে মূলত আগুন লেগেছিল। সম্ভবত বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনাটি ঘটেছে। আধ ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব নয়। তবে হতাহতের কোনও খবর নেই।'
হাবড়া থানা সূত্রে জানা গিয়েছে, হাবড়া থানার পুরনো ভবনটিতে অতীতে পুলিশ কনস্টেবলদের ব্যারাক ছিল। ২০২০ সালে থানার নতুন ভবন নির্মিত হওয়ার পর পুরনো ভবনটিতে শুধুমাত্র ভিসেরা অফিসটি রয়েছে। পুরনো ওই ভবনটি প্রায় ১০০ বছর আগে নির্মিত।