জাল আধার কার্ড চক্রের পর্দাফাঁস, মুর্শিদাবাদে গ্রেফতার ৩
আজ তক | ১৪ মে ২০২৫
জাল আধার কার্ড তৈরির পান্ডাদের ধরল মুর্শিদাবাদের রানিনগর থানার পুলিশ। রানিনগর থানার কাতলামারি এলাকা থেকে তিন জনকে গ্রেফতার করেছে রানিনগর থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে কাতলামারি এলাকায় হানা দেয় রানিনগর থানার পুলিশ। আর সেখানেই জাল আধার কার্ড তৈরির পান্ডাদের গ্রেফতার করে পুলিশ। জানা যায়, ধৃতরা দীর্ঘ দিন থেকেই প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে গোপনে জাল আধার কার্ড তৈরি ও আপডেটের কাজ করতেন।
ধৃতদের নাম আবু সুফিয়ান,রফিকুল ইসলাম,এমডি জামালউদ্দিন। তাঁদের কাছ থেকে রেটিনা স্ক্যানার ,ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার,ল্যাপটপ,প্রিন্টার,মোবাইল-সহ একাধিক ইলেকট্রনিক্স গেজেট বাজেয়াপ্ত করেছে রানিনগর থানার পুলিশ। বুধবার রানিনগর থানায় ডোমকলের এসডিপিও শুভম বাজাজ, জানান ধৃতদের পাঁচ দিনের পুলিশি হেফাজতে আবেদন করে বহরমপুর জেলা আদালতের কাছে পাঠানো হয়েছে।