অশোক মান্না: গর্ব করে দেশকে নিয়ে স্যোশাল মাধ্যমে লেখায় হুমকির পোষ্ট পেতে হয় গৃহবধূকে। আতঙ্কিত হয়ে অবশেষে পুলিস সুপারের অফিসে দ্বারস্থ গৃহবধূ। ৪ দিন আগে গৃহবধূর নিজের স্যোশাল মাধ্যমে পোষ্ট- 'ইতিহাসের পাতায় আরও একটা যুদ্ধের নাম যুক্ত হল সিঁদুর (operation sindoor)। ভাগ্য করে একটি দেশ পেয়েছি, যে দেশ কখনও হারতে শেখেনি, আমি গর্বিত আমি ভারতীয়।'
এই পোস্ট স্যাশাল মাধ্যমে পোষ্ট করায় হুমকি দিয়ে কমেন্ট গৃহবধূর উদ্দেশে এক ব্যক্তি। 'উলঙ্গ করে রেপ করে দেবে ফলতায় জাহাঙ্গীর খানের অফিসের সামনে।' যেখানে দুই বীরঙ্গনা দেশের জন্য শত্রুদের আক্রমণ করতে পিছুপা হয়নি নিজেদের জীবনকে বাজি রেখে আর সেই ভারতের পশ্চিমবঙ্গের এক জেলায় মহিলাকে দেশের জয়কে উদযাপন করতে চাওয়ায় হুমকি পেতে হচ্ছে। এমনকি তৃণমূল কংগ্রেসের নেতার অফিসের সামনে।
অবশেষে শাস্তির দাবি চেয়ে জেলা পুলিস সুপার অফিসে দ্বারস্থ গৃহবধূ। গৃহবধূ চুমকি চৌধুরী তার স্যোশাল মাধ্যমে আইডি দিয়া চৌধুরী নামে আছে। তিনি ৪ দিন আগে দেশকে নিয়ে গর্ব করে লিখেছিলেন, তাতে তাঁকে উলঙ্গ করে রেপ করবে তৃণমূল কংগ্রেসের নেতার অফিসের সামনে বলে হুমকি দিয়ে স্যোশাল মাধ্যমে পোষ্ট করে Raj F Flover আইডিটি থেকে।
গৃহবধূ জানান, তার বাপের বাড়ি ডায়মন্ড হারবার লোকসভার কেন্দ্রের ফলতা বিধানসভা এলাকায় বেলসিনহাতে। তার শ্বশুরবাড়ি বেহালায়। তার বাপের বাড়ির লোকজন-সহ পরিবার যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে। গৃহবধূর বক্তব্য, যে হুমকি পাওয়া পোষ্টগুলি স্ক্রিনশট নিয়ে আবারও স্যোশাল মাধ্যমে পোষ্ট করায় ফলতার মানুষজন তাঁর পাশে থেকেছে।