• 'যখনই শুনেছি রিলিজড হয়েছেন, তখনই ফোন করেছি, এবার হাসিতে থাকুন', পূর্ণমের স্ত্রীকে ফোন মমতার
    ২৪ ঘন্টা | ১৪ মে ২০২৫
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২৩ দিন পর পাকিস্তান রেঞ্জার্সের হাত থেকে মুক্ত হয়ে দেশে ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ (BSF Jawan Purnam Shaw)। এতদিনের উদ্বেগ উৎকন্ঠার অবসান হওয়ায় খুশি আনন্দের পরিবেশ জওয়ানের পরিবারে। হাঁফছেড়ে বাঁচলেন স্ত্রী রজনী সাউ। সেই খবর পেয়েই জওয়ানের অন্তঃসত্ত্বা স্ত্রী রজনীকে ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

    সকালে খবর পাওয়ার পরই তিনি একবার ফোন করেছিলেন। কিন্তু রজনীর ফোন খারাপ থাকায় কথা হয়ে ওঠেনি। ঘণ্টা দেড়েক বাদে আবারও ফোন করেন মুখ্যমন্ত্রী। এদিন ফোনে মমতা, রজনীকে বলেন, 'আমি তো  বলেছিলাম, আপনার স্বামী ফেরত আসবেন। যাক আজ সকালে হয়ে গিয়েছে। খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে। ভালো হয়েছে। দেখুন আমি যেখানে ধরেছিলাম সেখান থেকে ফিরে আসার জায়গা ছিল না। আমি বলেছিলাম, আপনার মন খারাপ হওয়ার কোনও কারণ নেই। উনি ভালো আছেন। আমি যখনই জানতে পেরেছি উনি ফিরেছেন, আপনাকে সঙ্গে সঙ্গে ফোন করেছি। এবার আপনারা একটু হাসিতে থাকুন।' 

    ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরন ভ্যালিতে পর্যটকদের নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করে পাক মদদপুষ্ট জঙ্গীরা। তারপর দিন পাঞ্জাবের ফিরোজপুর বর্ডারে অসাবধানবসত পাকিস্তান সীমানায় ঢুকে পরে পূর্ণম কুমার সাউ। পাক রেঞ্জার্স তাকে বন্দি করে। পহেলগাঁও হত্যার বদলা নিতে পনেরো দিন পর অপারেশন সিঁদুর করে ভারত।ভারত পাক সংঘর্ষ শুরু হয়। এই আবহে পূর্ণমের মুক্তির ব্যাপারে উৎকন্ঠা বাড়তে থাকে পরিবারে।

    মুখ্যমন্ত্রী বেশ কয়েকবার ফোন করে  খবর নেন। বিএসএফ জওয়ানের স্ত্রী রজনীকে আস্বস্ত করেন। ফিরে আসবে পূর্ণম। বুধবার সকাল ১০.৩০টায় পূর্ণম সাউকে দেশে ফেরানো হয়েছে বলে জানানো হয় বিএসএফের প্রেস রিলিজে। পাঞ্জাবের আটারি ওয়াঘা বর্ডার দিয়ে তাঁকে ফেরানো হয়। তার স্ত্রী রজনী জানান, 'ভিডিয়ো কলে স্বামীর সঙ্গে কথা হয়েছে। ছেলের সঙ্গেও কথা বলেছে পূর্ণম।' 

    তার স্বাস্থ্য পরীক্ষা হবে। তারপর বিকাল তিনটে নাগাদ আবার ফোন করবেন বাড়িতে এমনই জানিয়েছেন। পূর্ণমের মুক্তির পর আজ বেলা ১২টা নাগাদ মুখ্যমন্ত্রী ফোন করেন রজনীকে। শুভেচ্ছা জানান। পূর্ণমকে নিজের ভাই বলে সম্বোধন করে বলেন, 'পূর্ণম ফিরলে দেখা করতে আসবেন। পূর্ণমের মা দেবন্তী দেবী বলেন, এতদিন খুব দুশ্চিন্তায় ছিলাম। এখন ভালো লাগছে। ছেলে ঘরে ফিরলে দই মিস্টি খাওয়াবো। ও মিস্টি খেতে ভালোবাসে।'

    পূর্নমের বাবা ভোলানাথ সাউ বলেন, 'ছেলে দেশের জন্য কাজ করতে গিয়ে পাকিস্তানের হাতে গ্রেফতার হয়েছিল। এতদিন পর মুক্তি পেয়েছে। আমরা খুশি। ও বাড়ি ফিরলে আবার দেশের কাজে ঝাঁপিয়ে পড়বে। ছেলে ফিরে আসার জন্য মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী সকলকে ধন্যবাদ জানাই।'

  • Link to this news (২৪ ঘন্টা)