• পাকিস্তান থেকে মুক্তি পেয়েই স্ত্রীকে ভিডিও কল পূর্ণমের, স্বামীর দশা দেখে কেঁদে ফেললেন রজনী
    প্রতিদিন | ১৪ মে ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২২ দিনের অপেক্ষার অবসান। বুধের সকালে পাকিস্তানে বন্দি বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউ (Purnam Kumar Shaw) ফিরেছেন দেশে। পাঠানকোটে কর্মস্থলে পৌঁছেই স্ত্রীকে ভিডিও কল করলেন জওয়ান। একমুখ দাড়ি, চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট, স্বামীর দশা দেখে কেঁদে ফেললেন স্ত্রী রজনী।

    বুধবার সকাল সাড়ে দশটায় ওয়াঘা পেরিয়ে আটারি সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করেন বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউ। সরাসরি তাঁকে নিয়ে যাওয়া হয় পাঠানকোটে। পৌঁছে প্রথমেই স্ত্রী রজনীকে ভিডিও কল করেন তিনি। একমুখ দাড়ি, বিধ্বস্ত অবস্থায় স্বামীকে দেখে কেঁদে ফেলেন রজনী। ওপ্রান্ত থেকে স্ত্রীকে শান্ত করেন পূর্ণম। বলেন, “চিন্তা করো না।” রজনী জানিয়েছেন, স্বামী তাঁকে বলেছেন, “আমি ঠিক আছি। দাড়ি কাটতে হবে। পরে কথা বলছি।” ২২ দিন পর স্বামীকে দেখতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন রজনী। এখন অপেক্ষা ঘরে ফেরার।

    প্রসঙ্গত, পহেলগাঁও হামলার পরদিনই উধমপুরে তল্লাশি চালানোর সময় নিখোঁজ হন সেনা জওয়ান পূর্ণম সাউ। পরবর্তীতে জানা যায়, ভুলবশত পাক ভূখণ্ডে ঢুকে যাওয়ায় পাক সেনার হাতে বন্দি তিনি। ২২ দিন পর পাক সেনার হাত থেকে মুক্তি পান পূর্ণমকুমার সাউ। এরপরই মুখ্যমন্ত্রী জওয়ানের স্ত্রীকে ফোন করেন। এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) লেখেন, “পাকিস্তানে বন্দি জওয়ানের মুক্তির খবর পেয়েছি। আমি খুব খুশি। আমি ওর পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলাম। আগেও ওর স্ত্রী রজনীর সঙ্গে কথা হয়েছে। আজ আবার ফোন করেছিলাম। পূর্ণমকে শুভেচ্ছা। গোটা পরিবার খুব ভালো থাকুক।”
  • Link to this news (প্রতিদিন)