• শৌচালয়ের পাশে দাঁড়িয়ে যাত্রা, যুদ্ধ আবহে ৪০ জওয়ানকে সম্মান জানিয়ে জায়গা দিলেন যাত্রীরাই
    প্রতিদিন | ১৪ মে ২০২৫
  • সুব্রত বিশ্বাস: কেউ বিয়ে বাতিল করেছেন। কেউ বাড়ির প্রয়োজনীয় কাজ কাটছাট করেছেন। ছুটি বাতিল করে কর্মস্থলে ছুটছেন সেনারা। মঙ্গলবার গুয়াহাটি যাচ্ছিলেন প্রায় চল্লিশজন সেনা জওয়ান। কানপুর, ফতেপুর থেকে তাঁরা নর্থ ইস্ট এক্সপ্রেসে চড়েন। কিন্তু সংরক্ষিত কামরায় টিকিট না পেয়ে এসি কোচের শৌচালয়ের কাছে দাঁড়িয়ে ছিলেন। টিটিই এসে অসংরক্ষিত কামরায় চলে যেতে বলেন। বীরসেনাদের অপমান নিতে পারেননি যাত্রীরা। জায়গা দেন তাঁরাই। খবর পেয়ে ছুটে আসেন রেলকর্তারা।

    ওই ট্রেনেরই যাত্রী বিনয় সাক্সেনা দেড় মিনিটের এক ভিডিও করে সোশাল মিডিয়ায় পোস্ট করেন। সেনা জওয়ানদের  কষ্টের যাত্রা তুলে ধরে ট্যাগ করেন রেলমন্ত্রী ও রেল আধিকারিকদের।

    তিনি লেখেন, ‘মহাকুম্ভের জন্য হাজার হাজার ট্রেন চলেছে। আর বর্তমান পরিস্থিতিতে সেনারা কর্মস্থলে যেতে এভাবে ট্রেনে সফর করবেন?” এরপর ট্রেনটি প্রয়াগরাজ স্টেশনে পৌঁছতেই রেল আধিকারিকরা ছুটে আসেন। যাত্রীদের সহযোগিতায় তাঁদের সিট দেওয়া হয়। যাত্রীরাই সিট ছেড়ে দেন। অনেকেই সরে বসে জায়গা করে দেন বীর জওয়ানদের জন্য।

    এই আচরণে খুশি জওয়ানরা। তাঁদের একজন জানান, “১৮ মে বিয়ের দিনক্ষণ ছিল। বিয়ে পরেও করতে পারব। কিন্তু দেশমাতাকে বিপদের মুখে ফেলতে পারবে না।” ট্রেনটি আনন্দ বিহার থেকে কামাখ্যা যাচ্ছিল। মাঝপথ থেকে জওয়ানরা ট্রেনে চড়েছিলেন।
  • Link to this news (প্রতিদিন)