• ‘‌২৩টি জেলায় শপিং মল হবে, উত্তরবঙ্গ সফরেও যাচ্ছি’‌, নবান্ন থেকে ঘোষণা করলেন মমতা
    হিন্দুস্তান টাইমস | ১৪ মে ২০২৫
  • জেলাজুড়ে এবার শপিং মল তৈরি হবে। আপাতত ২৩টি জেলাকে বেছে নেওয়া হয়েছে। তার সঙ্গে শিল্পের পরিবেশও তৈরি হয়েছে। ইতিমধ্যেই সরকারি স্তরে সমস্ত কাজ হয়ে গিয়েছে। নিউটাউন থেকে শিলিগুড়ি একের পর এক প্রকল্প নেওয়া হয়েছে। আজ, বুধবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সপ্তাহে উত্তরবঙ্গ সফরেও যাবেন তিনি বলে নিজেই জানিয়েছেন। সেখানেও একগুচ্ছ কর্মসূচি নেওয়া হয়েছে। বাংলাকে ঘিরে শিল্প এবং কর্মসংস্থানে যে জোর দেওয়া হয়েছে সেটাও জানান মুখ্যমন্ত্রী।

    আজ, বুধবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক ছিল। সেখানে জমি সংক্রান্ত নানা প্রস্তাব এবং প্রকল্পের কথা উঠে আসে। মুখ্যমন্ত্রী নিজেই বাকি মন্ত্রীদের জানিয়ে দেন, কোন কোন প্রকল্প নেওয়া হয়েছে। আর সব শুনে তাতে সম্মতি দিতেই তা পাশ হয়ে যায়। এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‌জমি দেখে ক্রস চেক করে তবেই কাজ করছি। আমরা ২৩টি জেলায় ২৩টি শপিং মল বা বড় বাজার করব। তার মধ্যে প্রথম দুটি তল স্বনির্ভর গোষ্ঠীকে দিয়ে দেওয়া হবে। যেহেতু এক একর জমি আমরা দিচ্ছি তাই প্রথম এবং দ্বিতীয় তল স্বনির্ভর গোষ্ঠীকে দিতে হবে।’‌


    এই শপিং মল বা বড় বাজার হলে ব্যাপক কর্মসংস্থান তৈরি হবে বলে মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বনির্ভর গোষ্ঠী নিজেদের তৈরি জিনিস বিক্রি করতে পারলে রোজগার হবে। ক্রেতা–বিক্রেতার সরাসরি যোগাযোগ গড়ে উঠবে। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘‌আজ ১১টি জেলায় জমি চিহ্নিত করার কাজ হয়ে গিয়েছে। পুরুলিয়া, দার্জিলিং, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর–সহ একাধিক জেলায় শপিং মল হবে। দিঘায় জগন্নাথধামের কাছেও একটা করে দেওয়া হবে। শিলিগুড়িতে ইন্টারন্যাশানাল সেন্টার হবে। আজকে আর একটি গর্বের জিনিস বাংলায় হবে। যা ঘোষণা করছি। সেটি হল, হিডকোর সঙ্গে পিপিপি মডেলে ২৫ একর জমিতে ইন্টারন্যাশানাল ইনফরমেশন টেকনোলজি এন্টারটেনমেন্ট অ্যান্ড কালচারাল পার্ক তৈরি করতে যাচ্ছি। এটার নাম আইটেক। বাংলা নাম বিশ্ব অঙ্গন।’‌

    এরপরই উত্তরবঙ্গ সফরের কথা জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। তবে এবারের সফর বেশি দিনের হবে না। সেখানেও নানা কর্মসূচি রাখা হচ্ছে। উত্তরবঙ্গের স্থানীয় নেতাদের তা জানিয়ে দেওয়া হয়েছে। এখন উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে। তাই হেলিকপ্টার ব্যবহার করবেন না মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‌সামনের সপ্তাহে উত্তরবঙ্গ সফরে যাব আমি। বানারহাট, ওদলাবাড়িতে পাবলিক ডিস্ট্রিবিউশন কর্মসূচি করা হবে। তারপর প্রশাসনিক বৈঠক হবে ২১ তারিখ। আর ২২ তারিখ ফিরে আসব। শুনছি প্রাকৃতিক দুর্যোগ হবে। তাই এবারের সফর বেশি দিনের করা হচ্ছে না। এখানটাও তো দেখতে হবে।’‌
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)