সামাজিক মাধ্যমে পিতা-পুত্রের দেশবিরোধী পোস্টের অভিযোগ, উত্তপ্ত বারাসত, অবরোধ, লাঠিচার্জ
আজকাল | ১৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানকে সমর্থন করে সামাজিক মাধ্যমে কুরুচিকর পোস্ট করায় উত্তপ্ত উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার মাঝরাতে বাসিন্দারা বারাসত-ব্যারাকপুর রোডে অবরোধ শুরু করেন। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে উত্তেজিত জনতার খন্ডযুদ্ধ শুরু হয়। পুলিশকে লক্ষ্য করে ইট -পাটকেল ছোঁড়ে উত্তেজিত জনতা। পাল্টা পুলিশও লাঠিচার্জ শুরু করে। উত্তেজনা থাকায় এলাকায় নামানো হয়েছে RAF।
স্থানীয় সূত্রে অভিযোগ, ভারত-পাকিস্তান দ্বন্দের আবহে বারাসতের টালিখোলা এলাকার বাসিন্দা এক ব্যক্তি ও তার ছেলে সামাজিক মাধ্যমে পাকিস্তানকে সমর্থন করে বেশ কিছু পোস্ট করে। ওই পোস্ট ছড়িয়ে পড়তেই উত্তেজনা সৃষ্টি হয়। বাসিন্দারা বারাসত-ব্যারাকপুর রোডের টালিখোলা মোড়ে প্রথমে বিক্ষোভ দেখাতে থাকেন। কিছুক্ষণের মধ্যে সেখানে বহু মানুষ জড়ো হয়ে যান। তাঁরা দাবি তোলেন, পাকিস্তানকে সমর্থনকারী ওই পিতা-পুত্রকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। রাত ১২টা নাগাদ অবরোধ ভয়াবহ আকার নেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় বারাসত ও দত্তপুকুর থানার পুলিশ। অবরোধকারীরা অভিযুক্ত বাবা ও ছেলেকে গ্রেফতারের দাবিতে অনড় থাকেন। কিছুক্ষণের মধ্যে পুলিশ ও জনতার মধ্যে বচসা শুরু হয়। পুলিশকে লক্ষ্য করে উত্তেজিত জনতা ইট ও পাথর ছুড়তে থাকে। জনতার ছড়া ইটের গায়ে কয়েকজন পুলিশকর্মী জখম হন। তখন পুলিশও পাল্টা প্রতিরোধ শুরু করে। ঘটনাস্থলে পৌঁছয় RAF। লাঠি চালিয়ে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
আন্দোলনকারীদের অভিযোগ, দেশের মধ্যে থেকে দেশকে যারা অপমান করছে, অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনা তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।