• কলকাতায় চাকরি করতে যাচ্ছি বলে বর্ধমান থেকে রওনা, ফোন এল বদ্রীনাথে দেহ পাওয়া গিয়েছে ...
    আজকাল | ১৫ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: মামাবাড়ি থেকে বেরিয়েছিলেন কলকাতায় চাকরি করার নাম করে। কয়েকদিন বাদে দেহ উদ্ধার হল উত্তরাখন্ডের বদ্রীনাথে! ঘটনায় হতবাক মৃতের আত্মীয়রা। আপাতত দেহ আনতে রওনা দিয়েছেন তাঁরা। মৃত যুবক প্রীতম মজুমদার (২৭) বলে জানা গিয়েছে। 

    মৃতের পরিজনদের সূত্রে জানা যায়, কয়েকদিন আগে কলকাতায় চাকরি করতে যাচ্ছি বলে প্রীতম রওনা দেয় পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ইস্পাত নগরীর আবাসনের তাঁর মামা অতনু দাসের বাড়ি থেকে। মঙ্গলবার রাত একটা নাগাদ তাঁর মামার কাছে ফোন আসে। ফোনের অপরপ্রান্তের ব্যক্তি বলেন, উত্তরাখণ্ডের জোশিমঠের পুলিশ বলছি। এরপর তিনি বলেন, 'প্রীতম মারা গেছে আপনারা আসুন'। প্রথমে ফেক কল মনে করলেও অতনু যোগাযোগ করেন স্থানীয় পুলিশের সঙ্গে। জানতে পারেন, ফোনে তাঁকে সঠিক খবরই দেওয়া হয়েছে।

    কিন্তু পাশাপাশি তিনি এটাও বুঝতে পারছেন না কলকাতায় চাকরি করতে যাচ্ছি বলে তাঁর ভাগ্নে উত্তরাখণ্ডের বদ্রীনাথে কেন গেল! জানা গিয়েছে,  প্রীতম মামার বাড়িতেই বড় হয়েছেন। স্নাতক হওয়ার পর মনের মত চাকরি না পাওয়ায় সে প্রাইভেট শিক্ষক হিসেবে পড়াত। কলকাতায় ভালো চাকরি করব বলে রওনা দেয়। তারপর কীভাবে এই ঘটনা ঘটল সেটা আর কেউ কিছু বুঝতে পারছেন না।
  • Link to this news (আজকাল)