টানা তিন দিন সামশেরগঞ্জ এলাকায় বোমা উদ্ধার, তীব্র চাঞ্চল্য
আজকাল | ১৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সাম্প্রতিক কিছু ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার পর গত কয়েকদিন ধরে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় চলছে বিশেষ পুলিশি তল্লাশি। পুলিশের এই বিশেষ তল্লাশির জেরে একের পর এক এলাকা থেকে উদ্ধার হচ্ছে লুকিয়ে রাখা বোমা। জঙ্গিপুর পুলিশ জেলার বিশেষ অভিযানে মঙ্গলবার রাতে এবং বুধবার সকালে সামশেরগঞ্জের বাবুপুর এবং আলমশাহী এলাকায় ফের একবার উদ্ধার হল বিপুল পরিমাণ তাজা দেশি বোমা। এই নিয়ে ওই থানা এলাকায় টানা তিন দিন বোমা উদ্ধারের ঘটনা ঘটল।
জঙ্গিপুর পুলিশ জেলার সুপার অমিত কুমার সাউ বলেন, ‘আলমশাহী এলাকায় তিনটি এবং বাবুপুরে ৩০–৪০ টির মত দেশি বোমা উদ্ধার করা হয়েছে। কে বা কারা বোমাগুলো রেখে গিয়েছিল পুলিশ তা খতিয়ে দেখছে। এলাকায় আর কোথাও বোমা রয়েছে কিনা তা খুঁজে দেখার জন্য ‘স্নিফার ডগ’ ব্যবহার করা হচ্ছে।’
প্রসঙ্গত সোমবার সামশেরগঞ্জের মালঞ্চ গ্রামে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম হয় দু’জন শিশু। তাদের একজনের বাঁ হাতের সামনের অংশ উড়ে যায়। এই ঘটনার পরেই সামশেরগঞ্জ থানার আধিকারিকরা বোমা উদ্ধারের জন্য বিশেষভাবে তৎপর হন। মঙ্গলবার সকালে সামশেরগঞ্জের দেবীদাসপুর সংলগ্ন জোতকাশী এলাকার একটি আমবাগান থেকে দু’বালতি তাজা বোমা উদ্ধার হয়।
তার রেশ কাটতে না কাটতেই ফের একবার মঙ্গলবার রাতে এবং বুধবার সকালে সামশেরগঞ্জের দু’টি পৃথক জায়গা থেকে নতুন করে দেশি বোমা উদ্ধার হল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া বোমাগুলো প্লাস্টিকের কন্টেনারে রেখে আম বাগানের মধ্যে গর্ত করে পুঁতে রাখা হয়েছিল। কে বা কারা কী উদ্দেশে বিপুল পরিমাণ বোমা মজুত করে রেখেছিল পুলিশ তা খতিয়ে দেখছে।